Ajker Patrika

পাহাড় কাটায় অর্থদণ্ড কমানোর বৈধতা চ্যালেঞ্জ, নথি তলব হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ২৭
পাহাড় কাটায় অর্থদণ্ড কমানোর বৈধতা চ্যালেঞ্জ, নথি তলব হাইকোর্টের

মৌলভীবাজারে পাহাড় কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তরের করা অর্থদণ্ড কমানোয় নথি তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অর্থদণ্ড কমানোর রায় কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

অর্থদণ্ড কমানোর বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহাবুব–উল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

মনজিল মোরসেদ আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজারের কুলাউড়ার জয়চণ্ডী ইউনিয়নের মলাঙ্গী টিলা কাটা বন্ধে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করেছিল। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০২১ সালে রুল জারি করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পরিবেশ অধিদপ্তর অভিযুক্তদের ১৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে।’

তিনি বলেন, ‘জরিমানার আদেশের বিরুদ্ধে অভিযুক্তরা সচিবালয়ে পরিবেশ আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। এতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে তিন সদস্যের আপিল কর্তৃপক্ষ অর্থ দণ্ড কমিয়ে ১ লাখ টাকা করার আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এইচআরপিবি সম্পূরক আবেদন করে।’

মনজিল মোরসেদ আরও বলেন, ‘আপিল কর্তৃপক্ষ অর্থদণ্ড কমানোর ক্ষেত্রে তাঁদের ক্ষমতা ও বিবেচনা সঠিকভাবে প্রয়োগ করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত