জাবি প্রতিনিধি
সিনিয়র ছাত্রকে চড় মারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের সুমাইয়া বিনতে একরাম ও আনিকা তাবাসসুমের পক্ষে এই রুল ঘোষণা করেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামান।
আজ বুধবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও এস এম আরিফুল ইসলাম।
দুই ছাত্রীকে কারণ না দর্শিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার করায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তারা।
অন্যদিকে আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ মাহতাব। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালত রুল জারির সময় ওই দুই ছাত্রীকে পরীক্ষায় বসার সুযোগ দিয়ে নিয়মিত পড়ালেখা চালিয়ে নেওয়ার নির্দেশ দিলেও ফলাফল আটকে রাখতে বলেছিলেন। শুনানির পর আদালত বহিষ্কার আদেশটিই অবৈধ ঘোষণা করেছেন। এই সময়ের মধ্যে যদি তাঁদের কোনো পরীক্ষার ফলাফল আটকে থাকে তবে তা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।’
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সড়কে জায়গা ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে স্নাতকোত্তরের এক ছাত্রের কলার ধরে চড় মারেন সুমাইয়া বিনতে ইকরাম। এ ঘটনায় তাঁর এবং সঙ্গে থাকা আনিকার শাস্তির দাবিতে সরব হন অন্য শিক্ষার্থীরা। পরে রাতে দুই পক্ষই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিলে সুমাইয়াকে এক বছর ও আনিকাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিনিয়র ছাত্রকে চড় মারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের সুমাইয়া বিনতে একরাম ও আনিকা তাবাসসুমের পক্ষে এই রুল ঘোষণা করেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামান।
আজ বুধবার (১৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও এস এম আরিফুল ইসলাম।
দুই ছাত্রীকে কারণ না দর্শিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার করায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তারা।
অন্যদিকে আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাহিদ মাহতাব। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আদালত রুল জারির সময় ওই দুই ছাত্রীকে পরীক্ষায় বসার সুযোগ দিয়ে নিয়মিত পড়ালেখা চালিয়ে নেওয়ার নির্দেশ দিলেও ফলাফল আটকে রাখতে বলেছিলেন। শুনানির পর আদালত বহিষ্কার আদেশটিই অবৈধ ঘোষণা করেছেন। এই সময়ের মধ্যে যদি তাঁদের কোনো পরীক্ষার ফলাফল আটকে থাকে তবে তা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।’
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সড়কে জায়গা ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে স্নাতকোত্তরের এক ছাত্রের কলার ধরে চড় মারেন সুমাইয়া বিনতে ইকরাম। এ ঘটনায় তাঁর এবং সঙ্গে থাকা আনিকার শাস্তির দাবিতে সরব হন অন্য শিক্ষার্থীরা। পরে রাতে দুই পক্ষই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিলে সুমাইয়াকে এক বছর ও আনিকাকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে