Ajker Patrika

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৭
গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, যুবক গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকা থেকে ছয় বছরের এক শিশু অপহরণের ১১ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম খালিদ সাইফুল্লাহ (৬)। সে কাশিমপুর থানাধীন উত্তর পানিসাইল এলাকার রাজু আহমেদের ছেলে।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (২১)। তিনি রংপুরের পীরগাছা থানার চরতাম্বুলপুর গ্রামের বাসিন্দা। তিনি কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকার আমির আলীর বাড়ির ভাড়াটিয়া।

উদ্ধার হওয়া শিশুর স্বজনেরা জানান, গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে খালিদ বাসা থেকে বের হয়ে বাড়ির পাশের মোমেনা স্কুলের সামনের রাস্তায় খেলতে যায়। সেখান থেকে সে নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে অপরিচিত মোবাইল ফোন থেকে কল করে এক ব্যক্তি খালিদের বাবাকে জানান, ছেলেকে ফেরত পেতে চাইলে দুই লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। শিশুটির বাবা তাৎক্ষণিকভাবে বিষয়টি কাশিমপুর থানা-পুলিশকে জানান।

জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, বিষয়টি জানার পর কাশিমপুর থানা-পুলিশের কয়েকটি টিম তাৎক্ষণিক বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাত সাড়ে তিনটার দিকে অপহরণের ১১টার মধ্যে শিশু খালিদ সাইফুল্লাহকে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকা থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত