Ajker Patrika

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির অবস্থান কর্মসূচি

রাজবাড়ী প্রতিনিধি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির অবস্থান কর্মসূচি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা কর্মীরা। আজ শনিবার বেলা আড়াইটার দিকে জেলা বিএনপির একাংশের আয়োজনে দলীয় কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য জহুরুল হক শাহজাদা মিয়া। 

উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। 

এ সময় বিএনপি নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যেমূল্য লাগামহীনভাবে বাড়ছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় ১০ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান বিএনপি নেতারা। এ ছাড়া আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সবার অংশগ্রহণ কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত