Ajker Patrika

রামপুরা উপকেন্দ্রে ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৬: ২৬
রামপুরা উপকেন্দ্রে ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

রাজধানীর রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য কোথাও কোথাও আগামীকাল রোববার থেকে সাত দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে বলে যে বিজ্ঞপ্তি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড দিয়েছিল, সেটা স্থগিত করা হয়েছে। 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদ্দোজা খান আজকের পত্রিকাকে বলেন, রামপুরা উপকেন্দ্রে নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে বলে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটা স্থগিত করা হয়েছে। 

পিজিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রামপুরা গ্রিড উপকেন্দ্রে নির্ধারিত উন্নয়নমূলক কাজ (ট্রান্সফরমার প্রতিস্থাপন) ইতিপূর্বে জারিকৃত শিডিউল অনুযায়ী আগামীকাল রোববার থেকে শুরু করা সম্ভব হচ্ছে না। ওই কাজের নতুন সময়সূচি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। 

এর আগে বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ ১৬ জুলাই (রোববার) সকাল ৭টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে। 

জাতীয় গ্রিডের উন্নয়নকাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত