টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কমলেশ বাগচীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা।
আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বর্হি বিভাগের সকল কক্ষে তালা মেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন তাঁরা। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে হাসপাতালের জরুরি সেবা চালু ছিল।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কমলেশ বাগচীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত পুনরায় কর্মবিরতি পালন করা হবে। যদি এই সময়ের মধ্যে চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার নির্দেশে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পর আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি খুব দ্রুত হামলাকারীদের আটক করা হবে।’
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭টায় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের জায়েদ মুন্সী (১৭) জ্বর, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কা জনক থাকায় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কমলেশ বাগচী তাকে গোপালগঞ্জ সদর অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ অথবা খুলনা নেয়নি। পরে দুপুরে রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হলে কর্তব্যরত নার্স ডা. কমলেশ বাগচীকে জানান। তখন তিনি রোগীকে দেখে মৃত ঘোষণা করে মৃত্যুসনদ দেন। এতে রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকে মারধর করেন। এ ঘটনায় সোমবার রাতে ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন ডা. কমলেশ বাগচী।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কমলেশ বাগচীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা।
আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বর্হি বিভাগের সকল কক্ষে তালা মেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন তাঁরা। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে হাসপাতালের জরুরি সেবা চালু ছিল।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কমলেশ বাগচীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২ পর্যন্ত পুনরায় কর্মবিরতি পালন করা হবে। যদি এই সময়ের মধ্যে চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার নির্দেশে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার পর আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি খুব দ্রুত হামলাকারীদের আটক করা হবে।’
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭টায় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের জায়েদ মুন্সী (১৭) জ্বর, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কা জনক থাকায় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কমলেশ বাগচী তাকে গোপালগঞ্জ সদর অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ অথবা খুলনা নেয়নি। পরে দুপুরে রোগীর অবস্থা আরও আশঙ্কাজনক হলে কর্তব্যরত নার্স ডা. কমলেশ বাগচীকে জানান। তখন তিনি রোগীকে দেখে মৃত ঘোষণা করে মৃত্যুসনদ দেন। এতে রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসকে মারধর করেন। এ ঘটনায় সোমবার রাতে ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন ডা. কমলেশ বাগচী।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪২ মিনিট আগে