প্রতিনিধি (গাজীপুর) টঙ্গী
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টা থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সবজিবাহী স্পেশাল ‘ভেজিটেবল ট্রেন’টি।
এদিকে সবজিবাহী ট্রেনটি আটকে থাকায় টঙ্গী থেকে রেলে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ বেলা ৩টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় খবর জানতে পেরে ট্রেনে ভ্রমণ করতে আসা লোকজন ফিরে গেছেন। যারা আগেই টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা অনেকে টিকিট ফিরিয়ে দিয়ে নগদ টাকা বুঝে নেন।
টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমরান হাসান বলেন, গতকাল রাত থেকে সবজি পরিবহন করা ‘স্পেশাল ভেজিটেবল’ ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেন দুটি টঙ্গী প্ল্যাটফর্মে আটকে আছে। ঢাকা থেকে নির্দেশনা পেলেই ট্রেন দুটি তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে রেলওয়ে স্টেশন এলাকার চারপাশে কড়াকড়ি নজর রেখেছি। তবে সবজিবাহী ট্রেনটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আসছি।’
টঙ্গী, গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর, ট্রেন, দুর্ভোগ
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টা থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সবজিবাহী স্পেশাল ‘ভেজিটেবল ট্রেন’টি।
এদিকে সবজিবাহী ট্রেনটি আটকে থাকায় টঙ্গী থেকে রেলে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ বেলা ৩টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় খবর জানতে পেরে ট্রেনে ভ্রমণ করতে আসা লোকজন ফিরে গেছেন। যারা আগেই টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা অনেকে টিকিট ফিরিয়ে দিয়ে নগদ টাকা বুঝে নেন।
টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমরান হাসান বলেন, গতকাল রাত থেকে সবজি পরিবহন করা ‘স্পেশাল ভেজিটেবল’ ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেন দুটি টঙ্গী প্ল্যাটফর্মে আটকে আছে। ঢাকা থেকে নির্দেশনা পেলেই ট্রেন দুটি তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে রেলওয়ে স্টেশন এলাকার চারপাশে কড়াকড়ি নজর রেখেছি। তবে সবজিবাহী ট্রেনটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আসছি।’
টঙ্গী, গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর, ট্রেন, দুর্ভোগ
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
১০ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৭ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪১ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৪ মিনিট আগে