Ajker Patrika

কমলাপুরে বগি লাইনচ্যুত, টঙ্গীতে ১২ ঘণ্টা ধরে আটকে আছে সবজিবাহী ট্রেন

প্রতিনিধি (গাজীপুর) টঙ্গী
টঙ্গীতে আটকে থাকা সবজিবাহী ট্রেন। ছবি: আজকের পত্রিকা
টঙ্গীতে আটকে থাকা সবজিবাহী ট্রেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টা থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সবজিবাহী স্পেশাল ‘ভেজিটেবল ট্রেন’টি।

এদিকে সবজিবাহী ট্রেনটি আটকে থাকায় টঙ্গী থেকে রেলে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ বেলা ৩টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় খবর জানতে পেরে ট্রেনে ভ্রমণ করতে আসা লোকজন ফিরে গেছেন। যারা আগেই টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা অনেকে টিকিট ফিরিয়ে দিয়ে নগদ টাকা বুঝে নেন।

টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমরান হাসান বলেন, গতকাল রাত থেকে সবজি পরিবহন করা ‘স্পেশাল ভেজিটেবল’ ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেন দুটি টঙ্গী প্ল্যাটফর্মে আটকে আছে। ঢাকা থেকে নির্দেশনা পেলেই ট্রেন দুটি তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবে।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে রেলওয়ে স্টেশন এলাকার চারপাশে কড়াকড়ি নজর রেখেছি। তবে সবজিবাহী ট্রেনটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আসছি।’

টঙ্গী, গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর, ট্রেন, দুর্ভোগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত