Ajker Patrika

পাকুন্দিয়ায় শতাধিক কিশোরী পেল রঙিন ছাতা 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় শতাধিক কিশোরী পেল রঙিন ছাতা 

‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ছাতা বিতরণ করা হয়। 

জানা যায়, বেসরকারি এনজিও সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শতাধিক কিশোরীর মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এনজিও সংস্থা পপি কিশোরী শিক্ষার্থীদের মাঝে রঙিন ছাতা বিতরণ করেছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর তাদের সহযোগিতা করে। এ সময় বাল্যবিবাহ ও নারী নির্যাতন সম্পর্কে কিশোরীদের সচেতন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে ছাতা তুলে দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত ও বেসরকারি এনজিও সংস্থা পপির কর্মকর্তাবৃন্দরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত