Ajker Patrika

আবৃত্তিশিল্পী হাসান আরিফ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৮: ০৩
আবৃত্তিশিল্পী হাসান আরিফ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন: শিক্ষামন্ত্রী

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রখ্যাত আবৃত্তিশিল্পী হাসান আরিফ সারা জীবন মানবতার জয়গান গেয়েছেন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। 

হাসান আরিফের মৃত্যুতে আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। শোকবার্তায় আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে শিক্ষামন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এই গুণী শিল্পী দেশমাতৃকার প্রয়োজনে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে অসংখ্য গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি সারা জীবন মানবতার জয়গান গেয়েছেন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন।’ 

মন্ত্রী শোকবার্তায় হাসান আরিফের কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

হাসান আরিফ করোনা ও অন্যান্য জটিলতায় দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত