নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পরিচালক খবির উদ্দিনের দুই মেয়েকে পরিবারের ৯ সদস্যের পাসপোর্ট জমা দেওয়ার শর্তে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রায় ২০০ কোটি টাকা ঋণের ৫ শতাংশ অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে আদালতে হাজির করার পর আজ বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই নির্দেশ দেন।
এর আগে বুধবার ভোরে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে খবির উদ্দিনের দুই মেয়েকে গ্রেপ্তার করে র্যাব। পরে নির্দেশ মতো তাদের হাইকোর্টে হাজির করা হয়। এসময় জামিন চাইলে আদালত তাদের পাসপোর্ট দাখিল করতে নির্দেশ দেন। পরে তাৎক্ষণিক দুজন তাদের পাসপোর্ট আদালতে জমা দেন।
পরে তাদের আইনজীবী মুক্তি চাইলে আদালত বলেন, পরিবারের বাকি ৯ জনের পাসপোর্ট দাখিল করার আগ পর্যন্ত তারা র্যাবের হেফাজতে থাকবেন। আর যদি কারও পাসপোর্ট না থাকে তার জাতীয় পরিচয়পত্র জমা দেবেন।
আদালতে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, ৭ মার্চ হাইকোর্ট ঋণ খেলাপিদের একটি অংশকে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন। আর ২০ এপ্রিলও অনেককে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। তবে অনেকেই হাজির হননি। পরে তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় দুই বোনকে হাজির করা হয়।
আইনজীবী মেজবাহুর রহমান বলেন, কাউকে কারাগারে পাঠানো আদালতের ইচ্ছে নয়। আদালত চান খেলাপি ঋণ উদ্ধার হউক। টাকা উদ্ধার করতে পারলে হয়তো কোম্পানিটি আবারও চালানো যাবে।
দুই বোনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব। তিনি বলেন, দুই বোনের একজন দেশে এসে অসুস্থ হন। আর একজনের শাশুড়ি মারা যায়। এর কারণে তারা হাজির হতে পারেননি।
জানা যায়, দুই বোন প্রায় ২০ বছর ধরে কানাডায় অবস্থান করছেন। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ জুলাই তারা দেশে আসেন। বুধবারই দেশত্যাগের পরিকল্পনা ছিল তাদের।
পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পরিচালক খবির উদ্দিনের দুই মেয়েকে পরিবারের ৯ সদস্যের পাসপোর্ট জমা দেওয়ার শর্তে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রায় ২০০ কোটি টাকা ঋণের ৫ শতাংশ অর্থ ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে আদালতে হাজির করার পর আজ বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এই নির্দেশ দেন।
এর আগে বুধবার ভোরে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে খবির উদ্দিনের দুই মেয়েকে গ্রেপ্তার করে র্যাব। পরে নির্দেশ মতো তাদের হাইকোর্টে হাজির করা হয়। এসময় জামিন চাইলে আদালত তাদের পাসপোর্ট দাখিল করতে নির্দেশ দেন। পরে তাৎক্ষণিক দুজন তাদের পাসপোর্ট আদালতে জমা দেন।
পরে তাদের আইনজীবী মুক্তি চাইলে আদালত বলেন, পরিবারের বাকি ৯ জনের পাসপোর্ট দাখিল করার আগ পর্যন্ত তারা র্যাবের হেফাজতে থাকবেন। আর যদি কারও পাসপোর্ট না থাকে তার জাতীয় পরিচয়পত্র জমা দেবেন।
আদালতে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, ৭ মার্চ হাইকোর্ট ঋণ খেলাপিদের একটি অংশকে হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন। আর ২০ এপ্রিলও অনেককে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। তবে অনেকেই হাজির হননি। পরে তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় দুই বোনকে হাজির করা হয়।
আইনজীবী মেজবাহুর রহমান বলেন, কাউকে কারাগারে পাঠানো আদালতের ইচ্ছে নয়। আদালত চান খেলাপি ঋণ উদ্ধার হউক। টাকা উদ্ধার করতে পারলে হয়তো কোম্পানিটি আবারও চালানো যাবে।
দুই বোনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব। তিনি বলেন, দুই বোনের একজন দেশে এসে অসুস্থ হন। আর একজনের শাশুড়ি মারা যায়। এর কারণে তারা হাজির হতে পারেননি।
জানা যায়, দুই বোন প্রায় ২০ বছর ধরে কানাডায় অবস্থান করছেন। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে গত ২৮ জুলাই তারা দেশে আসেন। বুধবারই দেশত্যাগের পরিকল্পনা ছিল তাদের।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাকর আলি তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে স্কুলছাত্রকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর আটক স্থানীয় দুই ব্যক্তিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক নাজিম উদ্দিন পলাতক রয়েছেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে নয়ন (৪৬) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে টঙ্গীর বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা পৌর শহরে হাসপাতালে মায়ের মরদেহ দেখে শোকার্ত ছেলেও মারা গেছেন। চিকিৎসক বলছেন, তাঁদের ধারণা, মায়ের লাশ দেখে ছেলে স্ট্রোক করেছেন। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে অংশগ্রহণমূলক পরিবেশের ঘাটতি এবং নানা অনিশ্চয়তায় উদ্বেগ জানিয়েছেন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সচেতন শিক্ষার্থীরা। শনিবার (২৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫২ শিক্ষার্থীর স্বাক্ষরসংবলিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানা
১ ঘণ্টা আগে