Ajker Patrika

বিদিশার কাছে এরিক নিরাপদ নয়: এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৫: ৪৯
বিদিশার কাছে এরিক নিরাপদ নয়: এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান 

মা বিদিশা সিদ্দিকের কাছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ নিরাপদ নন, বলে অভিযোগ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। তিনি জানিয়েছেন, ‘মায়ের কাছে বন্দিজীবন যাপন করছেন এরিক এরশাদ।’ 

আজ বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। 

সংবাদ সম্মেলনে কাজী মামুনুর রশীদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে মা বিদিশা সিদ্দিকের কাছে এরিক এরশাদ নিরাপদ নন। বিদিশা সিদ্দিক অর্থের লোভে প্রেসিডেন্ট পার্কে অনুপ্রবেশ করেছেন। একই সঙ্গে এরিক এরশাদ শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে সুস্থ, তাঁকে মুক্তভাবে চলাফেরা করতে দিতে হবে।’ 

এরিক এরশাদকে ভালো রাখতে প্রয়োজনীয় সবকিছুই ট্রাস্ট করবে জানিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান বলেন, ‘কেউ যেন ট্রাস্টের কোনো প্রকার অর্থ লেনদেন করতে না পারে, এ জন্য ট্রাস্টের পক্ষ থেকে ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি এই ট্রাস্টের যে অর্থ আছে, এসবের লেনদেনের হিসাব সঠিকভাবে হচ্ছে কি না, সে জন্য অডিট গঠন করা হবে।’ 

চেয়ারম্যান আরও বলেন, ‘এরিক এরশাদের নিজের নামের একাউন্ট থেকে তিন লাখ টাকা দিয়ে তাঁর প্রয়োজনীয় খরচ মেটানো হবে। আর এই একাউন্টের অর্থ আসে বনানীর একটি দোকান (২ লাখ ৪০ হাজার টাকা) এবং একটি ফ্লাটের (৬০ হাজার টাকা) ভাড়া থেকে।’ 

কাজী মামুনুর রশিদ বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের গঠিত ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী হচ্ছেন এরিক এরশাদ। বিদিশা সিদ্দিক যখন প্রেসিডেন্ট পার্কে আসেন, তাঁর সঙ্গে কথা হয়েছিল। তিনি এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না। তিনি তাঁর মা হিসেবে এরিকের দেখাশোনা করতে পারবেন, তবে স্থায়ীভাবে নয়। মাঝে মাঝে আসবেন, দেখাশোনা করে তাঁর সঙ্গে সময় কাটিয়ে চলে যাবেন।’ 

বিদিশা সিদ্দিক এরিক এরশাদকে মুক্তভাবে চলাচল করতে দিচ্ছেন না—ট্রাস্টের এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে সংবাদ সম্মেলনে এরিক এরশাদের সঙ্গে ড্রাইভার মহিদুল ও ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদের ফোনালাপের রেকর্ড শোনানো হয়। ফোনালাপে এরিক তাঁকে প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার আকুতি জানান। এরিক এরশাদ জানান, তিনি তাঁর মায়ের কাছে থাকতে চান না। পাশাপাশি বিদিশা সিদ্দিক এরিককে নারীদের সঙ্গে অবৈধ মেলামেশা করতে বাধ্য করাচ্ছেন বলে ফোনালাপে অভিযোগ করেন এরিক এরশাদ। 

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে তাঁর ছেলে এরিক এরশাদের দেখভাল নিয়ে এরিকের মা বিদিশা সিদ্দিক এবং এরশাদের গঠিত ট্রাস্টি বোর্ডের মধ্যে টানাপোড়েন চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত