নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের সঙ্গে স্টাপলারে আটকানো টাকা গ্রহণ করছেন এবং বলছেন, ‘আপনার কি মানসম্মান নাই?’ এরপর তিনি টাকাসহ আবেদনটি নিজ ড্রয়ারে রেখে দেন। এ সময় তাঁর সামনের চেয়ারে দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, আড়াইহাজার থানার ওসি জিডি করার জন্য ঘুষ নিচ্ছেন। তবে কাগজটি জিডি নাকি অন্য কিছুর তা নিশ্চিত হওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, টাকাসহ কাগজ ওসির হাতে দিয়েছেন আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘এই বিষয়ে আমার কিছু মনে নেই।’
ভিডিওর বিষয়ে জানতে চাইলে থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গ্রুপ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেন অনু পুলিশি নিরাপত্তায় এলাকায় তোরণ বসাতে চায়। পুলিশ তো কাউকে রাজনৈতিক শেল্টার দিতে পারে না। এ নিয়ে আমার ওপর ক্ষিপ্ত। তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
‘আর টাকার নেওয়ার ঘটনাটি হচ্ছে তিন-চার মাস আগে খাগকান্দা এলাকায় এক নারীর কিস্তির টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটে। বেলায়েত ভাইকে বলেছিলাম বিষয়টি মীমাংসা করে দিতে। সেই টাকা লিখিতভাবে দেওয়ার পর কাগজে স্টাপলার করে আমার কাছে দিয়ে গেছে। তখন আমি বলেছি এই সামান্য টাকা নিয়ে আমার কাছে আসলে কি মান সম্মান থাকে? এগুলোও কি ওসির করতে হবে? সেখানে সামনে আরও কয়েকজন ছিল। সবার সামনে আমি জিডির জন্য ঘুষ নেব?’
আরও খবর পড়ুন:
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের সঙ্গে স্টাপলারে আটকানো টাকা গ্রহণ করছেন এবং বলছেন, ‘আপনার কি মানসম্মান নাই?’ এরপর তিনি টাকাসহ আবেদনটি নিজ ড্রয়ারে রেখে দেন। এ সময় তাঁর সামনের চেয়ারে দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, আড়াইহাজার থানার ওসি জিডি করার জন্য ঘুষ নিচ্ছেন। তবে কাগজটি জিডি নাকি অন্য কিছুর তা নিশ্চিত হওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, টাকাসহ কাগজ ওসির হাতে দিয়েছেন আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘এই বিষয়ে আমার কিছু মনে নেই।’
ভিডিওর বিষয়ে জানতে চাইলে থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গ্রুপ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেন অনু পুলিশি নিরাপত্তায় এলাকায় তোরণ বসাতে চায়। পুলিশ তো কাউকে রাজনৈতিক শেল্টার দিতে পারে না। এ নিয়ে আমার ওপর ক্ষিপ্ত। তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
‘আর টাকার নেওয়ার ঘটনাটি হচ্ছে তিন-চার মাস আগে খাগকান্দা এলাকায় এক নারীর কিস্তির টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটে। বেলায়েত ভাইকে বলেছিলাম বিষয়টি মীমাংসা করে দিতে। সেই টাকা লিখিতভাবে দেওয়ার পর কাগজে স্টাপলার করে আমার কাছে দিয়ে গেছে। তখন আমি বলেছি এই সামান্য টাকা নিয়ে আমার কাছে আসলে কি মান সম্মান থাকে? এগুলোও কি ওসির করতে হবে? সেখানে সামনে আরও কয়েকজন ছিল। সবার সামনে আমি জিডির জন্য ঘুষ নেব?’
আরও খবর পড়ুন:
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে