নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কঠোরতম লকডাউনের চতুর্থ দিন সোমবার ঢাকার সড়কগুলোয় প্রাইভেট কার ও রিকশা বেশি চলছে। পণ্যবাহী যানবাহন এদিন খুব একটা দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সঙ্গে কিছু মোটরসাইকেল চলাচল করছে। সকালে অফিস শুরুর সময়ের পর থেকে সড়কে মানুষও খুব বেশি নেই।
ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সব সড়কেই জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রাইভেট কার চলছে। কেউ কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। অন্য দিনের মতো বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসিয়ে কেউ বিনা প্রয়োজনে বের হয়েছেন কি না, তা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
সোমবার বনানী ও তেজগাঁও চেকপোস্টে অপেক্ষা করে দেখা যায়, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনগুলো আলাদা লাইনে পার হয়ে যাচ্ছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন গাড়িগুলোকে আলাদা লাইনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাঁরা বিনা প্রয়োজনে বের হয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
তেজগাঁও চেকপোস্টে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সোমবার পণ্যবাহী গাড়ি খুব কম চলছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ঈদের ছুটির পর অনেক মানুষ এখনো ঢাকায় ফেরেনি। ফলে বিভিন্ন পণ্যের চাহিদাও কম। তাই সড়কে পণ্যবাহী গাড়ি খুব একটা নেই।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবার প্রাইভেট কারই বেশি চলছে। এর সঙ্গে প্রতিটি সড়কেই রিকশা রয়েছে। মোটরসাইকেলগুলোকে থামিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের চলাচল করতে দিচ্ছি।’
গাবতলী হয়ে ঢাকামুখী সব যানবাহন গাবতলী ব্রিজের চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাবতলী দিয়ে যাঁরা ঢাকা ছাড়ছেন চেকপোস্ট বসিয়ে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঈদের পর প্রথম কর্মদিবসে রোববার পুলিশের চেকপোস্টগুলোয় গাড়ির জট দেখা গেলেও সোমবার কোনো চেকপোস্টে গাড়ির জট চোখে পড়েনি। এদিন ঢাকার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়েনি।
কঠোরতম লকডাউনের চতুর্থ দিন সোমবার ঢাকার সড়কগুলোয় প্রাইভেট কার ও রিকশা বেশি চলছে। পণ্যবাহী যানবাহন এদিন খুব একটা দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়ি ও অ্যাম্বুলেন্সের সঙ্গে কিছু মোটরসাইকেল চলাচল করছে। সকালে অফিস শুরুর সময়ের পর থেকে সড়কে মানুষও খুব বেশি নেই।
ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সব সড়কেই জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রাইভেট কার চলছে। কেউ কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হলেও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। অন্য দিনের মতো বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড বসিয়ে কেউ বিনা প্রয়োজনে বের হয়েছেন কি না, তা যাচাই করে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
সোমবার বনানী ও তেজগাঁও চেকপোস্টে অপেক্ষা করে দেখা যায়, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনগুলো আলাদা লাইনে পার হয়ে যাচ্ছে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন গাড়িগুলোকে আলাদা লাইনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাঁরা বিনা প্রয়োজনে বের হয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।
তেজগাঁও চেকপোস্টে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সোমবার পণ্যবাহী গাড়ি খুব কম চলছে। এর কারণ হিসেবে তিনি বলেন, ঈদের ছুটির পর অনেক মানুষ এখনো ঢাকায় ফেরেনি। ফলে বিভিন্ন পণ্যের চাহিদাও কম। তাই সড়কে পণ্যবাহী গাড়ি খুব একটা নেই।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সোমবার প্রাইভেট কারই বেশি চলছে। এর সঙ্গে প্রতিটি সড়কেই রিকশা রয়েছে। মোটরসাইকেলগুলোকে থামিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের চলাচল করতে দিচ্ছি।’
গাবতলী হয়ে ঢাকামুখী সব যানবাহন গাবতলী ব্রিজের চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাবতলী দিয়ে যাঁরা ঢাকা ছাড়ছেন চেকপোস্ট বসিয়ে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঈদের পর প্রথম কর্মদিবসে রোববার পুলিশের চেকপোস্টগুলোয় গাড়ির জট দেখা গেলেও সোমবার কোনো চেকপোস্টে গাড়ির জট চোখে পড়েনি। এদিন ঢাকার বিভিন্ন সড়কে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়েনি।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
১৯ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে