Ajker Patrika

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দুদু, সদস্যসচিব ড্যানী

ঢাবি প্রতিনিধি
শামসুজ্জামান দুদু ও এ টি এম আবদুল বারী ড্যানী। ছবি: সংগৃহীত
শামসুজ্জামান দুদু ও এ টি এম আবদুল বারী ড্যানী। ছবি: সংগৃহীত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে সাবেক সংসদ সদস্য (এমপি) শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক ও এ টি এম আবদুল বারী ড্যানীকে সদস্যসচিব করা হয়।

গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ডুয়ার সভাপতি ও মহাসচিব একযোগে পদত্যাগ করায় সংগঠনটির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। এই অবস্থায় সংগঠনের জীবন সদস্যরা গত ৩০ আগস্ট এক মতবিনিময় সভায় শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ টি এম আবদুল বারী ড্যানী ও নিলোফার চৌধুরী মনিকে সদস্য করে চার সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেন। এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়। কমিটির সদস্যরা বিভিন্ন শ্রেণিপেশায় নিয়োজিত ডুয়ার জীবন সদস্যদের সঙ্গে আলোচনা করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), এ এইচ এম শফিকুজ্জামান, অধ্যাপক মো. মোরশেদ হাসান খান, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আব্দুল্লাহ আল কাফি (রতন), আব্দুল খালেক, মেজবাহ উদ্দিন আলী, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, গাজী কামরুল ইসলাম সজল, মো. মোস্তাফিজুর রহমান, মো. সেলিমুজ্জামান সেলিম, মো. আলী হোসাইন ফকির, রেজাউল করীম মল্লিক, মো. আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মোহাম্মাদ নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, মোহাম্মাদ হাতেম, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসীম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মুনশী শামস উদ্দিন লিটন, মো. বায়েজীদ বোস্তামী (অফিস), রশিদ আহমেদ (মামুন), মো. তহা, ড. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মাদ সাইফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত