সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে গণঅধিকার পরিষদ সিঙ্গাইর উপজেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে—এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে। এটাই তো এই সরকারের মেন্ডেট এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনগুলোর আলাপ-আলোচনা চলছে। সুতরাং সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার আর নির্বাচন সমান্তরালভাবে চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ভিপি নুর আরও বলেন, ‘’৭১’এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে চেতনার ব্যবসা করেছিল, একাত্তরের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো একক ব্যক্তির নেতৃত্বে হয় নাই। এটি একটি গণ-আন্দোলন, গণ-অভ্যুত্থান হয়েছে। দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল বিধায় বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের পতন হয়েছিল।’
গণঅধিকার পরিষদের সিঙ্গাইর উপজেলার শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় ও সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণঅধিকার পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে গণঅধিকার পরিষদ সিঙ্গাইর উপজেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
ভিপি নুর বলেন, ‘প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আমরা আশা করি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে—এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে। এটাই তো এই সরকারের মেন্ডেট এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনগুলোর আলাপ-আলোচনা চলছে। সুতরাং সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার আর নির্বাচন সমান্তরালভাবে চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
ভিপি নুর আরও বলেন, ‘’৭১’এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে চেতনার ব্যবসা করেছিল, একাত্তরের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল, ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো একক ব্যক্তির নেতৃত্বে হয় নাই। এটি একটি গণ-আন্দোলন, গণ-অভ্যুত্থান হয়েছে। দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল বিধায় বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের পতন হয়েছিল।’
গণঅধিকার পরিষদের সিঙ্গাইর উপজেলার শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় ও সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণঅধিকার পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
২৫ মিনিট আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
৪০ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
২ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে