Ajker Patrika

সোনারগাঁয়ে সৌদিপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মো. শামীম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২১ জুলাই) উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, ১৯ জুলাই রাত দেড়টার দিকে শামীম ও তাঁর এক সহযোগী জানালা ভেঙে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন। তাঁরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। বাধা দিলে শামীম কলম দিয়ে তাঁকে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে রক্তাক্ত জখম করেন এবং পালিয়ে যান।

ভুক্তভোগীর আত্মচিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে এলে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আহত নারীকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গতকাল রোববার দুপুরে ওই ভুক্তভোগী সোনারগাঁ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করে এবং আজ দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, এ ঘটনায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত