Ajker Patrika

ঈদের আগেই পূর্ণাঙ্গ বোনাস ও বকেয়া বেতন বুঝে চান পোশাককর্মীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৬: ৫৩
ঈদের আগেই পূর্ণাঙ্গ বোনাস ও বকেয়া বেতন বুঝে চান পোশাককর্মীরা 

২০ রমজানের মধ্যেই ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি তুলেছেন পোশাককর্মীরা। গার্মেন্টস মালিকেরা কখনো চাপের মুখে একদম শেষ পর্যায়ে, আবার কখনো ঈদের পরে বোনাস পরিশোধ করেন—এ কথা উল্লেখ করে এবার ২০ রমজানের মধ্যেই ঈদের বোনাসসহ বকেয়া সব বেতন বুঝে পাওয়ার দাবি করেন তাঁরা। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে সমাবেশ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন। 

সমাবেশে উপস্থিত বক্তারা জানান, গার্মেন্টস মালিকেরা নানা অজুহাতে শ্রমিকদের বোনাস না দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু একজন শ্রমিক দুটি ঈদেই বোনাসের জন্য অপেক্ষা করেন। তাঁরা আশা করেন, ঈদের আগেই তাঁদের বেতন ও ন্যায্য বোনাস পাবেন। কিন্তু এ জন্য প্রতিবারই তাঁদের মালিকের বিপক্ষে আন্দোলনে নামতে হয়। তাই এবার ২০ রমজানের মধ্যেই সব বেতন ও বোনাস দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গার্মেন্টস কর্মীরা। 

গার্মেন্টস শ্রমিক নাসিমা বেগম বলেন, ‘আমরা সারা বছর এই ঈদের জন্যই অপেক্ষা করি যে, ঈদ আসবে আর আমরা একটা বোনাস পাব। আমাদেরও ইচ্ছে করে বাচ্চাদের নতুন জামা কিনে দেই। কিন্তু মালিকেরা নানা ছলে আমাদের বেতন ও বোনাস ঈদের আগে দিতে চান না। আমাদের অনুরোধ, আপনারা এমন না করে আমাদের ন্যায্য পাওনা আমাদের বুঝিয়ে দিন।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মন্টু ঘোষ বলেন, ‘প্রতি বছর ইদ উৎসবের সময় গার্মেন্টস শ্রমিকেরা উৎসব বোনাস থেকে বঞ্চিত হয়। ২০ রোজার মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধ করা না হলে ঈদের আগে শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে। বেসিকের সমান বোনাসের দাবি অন্যান্য বছরের মতো এবারও যদি সর্বত্র উপেক্ষিত হয় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।’ 

এ সময় মন্টু ঘোষ সংকট সৃষ্টির আগেই সরকারি সংস্থাসমূহকে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত