Ajker Patrika

যাত্রাবাড়ীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭: ২৩
যাত্রাবাড়ীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর গোবিন্দপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে রুপা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে গোবিন্দপুরে আবু তাহেরের টিনশেড বাসা থেকে রুপার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদা রহমান বলেন, ‘ভোরে খবর পেয়ে গোবিন্দপুরের বাসা থেকে রুপার মরদেহ উদ্ধার করি। এ সময় রুপার বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।’ 

এসআই আরও বলেন, মৃত রুপা আক্তার গোবিন্দপুরে আবু তাহেরের টিনশেড বাড়িতে দুই সন্তান ও স্বামী আবু জাহেরকে নিয়ে ভাড়া থাকতেন। জাহের দিনমজুর ছিলেন। ভোরে পারিবারিক কলহের জেরে স্বামী আবু জাহের স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রুপা। মারা যাওয়ার পরপরই আবু জাহের পালিয়ে যান। তাঁকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ। 

রুপার ছোট বোনের স্বামী মো. রুবেল জানান, ভোরে চিৎকার শুনে রুপার বড় ছেলে রিফাতের ঘুম ভাঙে। তখন সে দেখে তাঁর মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। আর বাবা দৌড়ে গেট দিয়ে পালিয়ে যাচ্ছে। 

মৃত রুপা আক্তারের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চরমার্টিন গ্রামে। রুপার বাবার নাম মো. হাফেজ মিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত