নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের ভূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষায় সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন, সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীদের জন্য ভূমি কমিশন গঠন, আদিভিটায় পুনর্বাসন, ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প, ভিজিএফ ও কাবিখাতে অন্তর্ভুক্তিসহ তাঁদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে আদিবাসী ইউনিয়নের সহসভাপতি রাখী মং বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৬ (২) ধারায় উল্লেখ আছে, এ দেশে বসবাসকারী সকল আদিবাসী বাঙালি বলে বিবেচিত হবে। এ ধারা অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে বিভিন্ন আদিবাসী জাতিসত্তা বাস করে। তাঁদের সাংবিধানিক অধিকার চরমভাবে উপেক্ষিত হচ্ছে। বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও স্বীকৃত হতে হবে। সাধারণভাবে সমতলের আদিবাসীরা দরিদ্র, ভূমিহীন। কর্মসংস্থান, স্বাস্থ্য ও বাসস্থানের অধিকার থেকেও তাঁরা বঞ্চিত। আদিবাসী নারীরা ক্রমাগতভাবে সহিংসতা, ধর্ষণসহ নানা ধরনের অত্যাচার, শোষণ ও বৈষম্যের সম্মুখীন। তাঁদের সুরক্ষায় সরকারকে কমিশন গঠন করতে হবে।’
সংগঠনটির উপদেষ্টা আসলাম খান বলেন, ‘মধুপুর, শেরপুর, মহাদেবপুর, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জসহ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ওপর যে নির্যাতন চলছে তা বন্ধ করতে হবে। মধুপুরে আদিবাসীদের উচ্ছেদ করে, বন ধ্বংস করে ইকোপার্ক ও লেক তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারকে বলতে চাই, ওই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। তা না হলে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন সারা দেশের আদিবাসীদের নিয়ে মধুপুরে অবস্থান কর্মসূচি পালন করবে।’
হাজং স্টুডেন্ট কাউন্সিল নেতা নাঈম হাজং বলেন, ‘এবার আদমশুমারিতে বলা হয়েছে, আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ। অথচ আগের আদমশুমারিতে ছিল ৪০ লাখ। তাহলে বাকি ২৪ লাখ জনগোষ্ঠী কি হাওয়া হয়ে গেল? আদিবাসীদের ওপর নিপীড়ন-নির্যাতন করে এ দেশে তাঁদের বসবাসের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমতলের আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান হচ্ছে না।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেত্রী অনন্যা বনোয়ারি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা রেজওয়ান হক মুক্ত, সন্তোষ মাহাতো, মিঠুন দত্তসহ প্রমুখ।
বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের ভূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষায় সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন, সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীদের জন্য ভূমি কমিশন গঠন, আদিভিটায় পুনর্বাসন, ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প, ভিজিএফ ও কাবিখাতে অন্তর্ভুক্তিসহ তাঁদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে আদিবাসী ইউনিয়নের সহসভাপতি রাখী মং বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৬ (২) ধারায় উল্লেখ আছে, এ দেশে বসবাসকারী সকল আদিবাসী বাঙালি বলে বিবেচিত হবে। এ ধারা অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে বিভিন্ন আদিবাসী জাতিসত্তা বাস করে। তাঁদের সাংবিধানিক অধিকার চরমভাবে উপেক্ষিত হচ্ছে। বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক অধিকার ও স্বীকৃত হতে হবে। সাধারণভাবে সমতলের আদিবাসীরা দরিদ্র, ভূমিহীন। কর্মসংস্থান, স্বাস্থ্য ও বাসস্থানের অধিকার থেকেও তাঁরা বঞ্চিত। আদিবাসী নারীরা ক্রমাগতভাবে সহিংসতা, ধর্ষণসহ নানা ধরনের অত্যাচার, শোষণ ও বৈষম্যের সম্মুখীন। তাঁদের সুরক্ষায় সরকারকে কমিশন গঠন করতে হবে।’
সংগঠনটির উপদেষ্টা আসলাম খান বলেন, ‘মধুপুর, শেরপুর, মহাদেবপুর, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জসহ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ওপর যে নির্যাতন চলছে তা বন্ধ করতে হবে। মধুপুরে আদিবাসীদের উচ্ছেদ করে, বন ধ্বংস করে ইকোপার্ক ও লেক তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারকে বলতে চাই, ওই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। তা না হলে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন সারা দেশের আদিবাসীদের নিয়ে মধুপুরে অবস্থান কর্মসূচি পালন করবে।’
হাজং স্টুডেন্ট কাউন্সিল নেতা নাঈম হাজং বলেন, ‘এবার আদমশুমারিতে বলা হয়েছে, আদিবাসী জনগোষ্ঠীর সংখ্যা ১৬ লাখ। অথচ আগের আদমশুমারিতে ছিল ৪০ লাখ। তাহলে বাকি ২৪ লাখ জনগোষ্ঠী কি হাওয়া হয়ে গেল? আদিবাসীদের ওপর নিপীড়ন-নির্যাতন করে এ দেশে তাঁদের বসবাসের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সমতলের আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান হচ্ছে না।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেত্রী অনন্যা বনোয়ারি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা রেজওয়ান হক মুক্ত, সন্তোষ মাহাতো, মিঠুন দত্তসহ প্রমুখ।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৮ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২৯ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে