Ajker Patrika

সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক অভিযানে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি এবং মহানগর উত্তর যুবলীগের কর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) এবং উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আবেদ আলী শেখকে এবং রাত ৯টার দিকে বাংলামোটর এলাকা থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক দল। আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারনামীয় আসামি।

এরপর রাত ১২টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে মোহাম্মদ জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুলশানে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। এ ছাড়া ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলারও তিনি এজাহারভুক্ত আসামি।

একই রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি-মিরপুর বিভাগ এম আর বাদলকে এবং পৃথকভাবে উত্তরা থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে। মনিরুল স্বীকার করেছেন, গত ১৮ এপ্রিল বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে তিনি অংশ নিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত