Ajker Patrika

চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন, দোকানি দগ্ধ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন, দোকানি দগ্ধ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চায়ের দোকানে জমে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানি হারুন মিয়া (৫০) দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ হারুন মিয়া ফতুল্লার কাঠেরপুর এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, ‘দুপুরে জুমার নামাজ শেষে নিজ দোকানে প্রবেশ করেন হারুন। চুলায় আগুন ধরাতেই বিকট শব্দে পুরো দোকানে আগুন ধরে যায়। আশপাশের লোকজন দৌড়ে এসে হারুনের শরীরের আগুন নেভায়। ততক্ষণে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। 

ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ বলেন, ‘আমরা ধারণা করছি সিলিন্ডারের পাইপ বা গ্যাসের চুলা জ্বালানো ছিল। এ কারণে দোকানের ভেতর গ্যাস জমে ছিল। পরে আগুন জ্বালানোর চেষ্টা করলে তা বিস্ফোরিত হয়। আহত দোকানিকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত