Ajker Patrika

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২১: ৩৫
নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, বিএনপি ভোটে বিশ্বাসী না। তাই তারা নির্বাচনে আসে না। তারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে।’

আজ বুধবার সাটুরিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘গত ১৫ বছরে আমরা প্রতিটি এলাকায় রাস্তাঘাট করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার নির্মাণ করেছেন। আমরা মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ, রেজিস্ট্রি  অফিস, জুডিশিয়াল ভবন, মা ও শিশুকেন্দ্র, ডায়াবেটিস হাসপাতাল ও ডাবল লেনের সড়ক নির্মাণ করেছি।’

বিএনপির প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাদের পছন্দ হত্যার রাজনীতি, তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপি কৃষকের সার লুটপাট ও দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল। নির্বাচনের আগে তারা গুজব ছড়ায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদ মন্দির হয়ে যাবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কোনো মসজিদ কি মন্দির হয়েছে?’

তিনি আরও বলেন, ‘গত এক মাসে আমি নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। ব্যাপক সাড়া পেয়েছি। ইনশা আল্লাহ আগামী ৭ তারিখের নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। আপনাদের ভোটে শেখ হাসিনা আবার পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত