নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পোস্ট করেছেন।
এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে তার অপসারণ করলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এই বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।
এর আগে ইংরেজি নববর্ষ বরণে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর রাতে) ওড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
মাঝে মাঝেই এমন পরিস্থিতির জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ইফতিখার হোসেন বলেন, তাঁরা সব সময় সচেতনতা তৈরি করার কথা বলছেন। এই বিষয়ে মাইকিংসহ বিভিন্ন প্রচারণাও করা হচ্ছে। পুলিশ ও মেট্রোরেলের কর্মীরা এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, তাঁরা আশা করবেন মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবেন।
এ বিষয়ে ভিন্ন কথা বলেন মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে তা ঠিক হয় এবং আবার চলাচল শুরু করে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল সে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিস্তারিত পরে জেনে বলা যাবে।
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ডিশের তার পড়ায় এমন হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তেমন কিছু না।’
উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ ডিসেম্বর। আর গত বছর নভেম্বর ৫ তারিখ থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশও চালু করা হয়। ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল-সন্ধ্যা চলাচল করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলছে মেট্রোরেল।
কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রুটে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ১২টা ৩৬ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীরা হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন পোস্ট করেছেন।
এই বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রোরেলের লাইনের ওপর ফেলা হয়। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে তার অপসারণ করলে দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডিএমটিসিএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এই বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন।
এর আগে ইংরেজি নববর্ষ বরণে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর রাতে) ওড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ায় রেল চলাচল ২ ঘণ্টা ১০ মিনিট বন্ধ রাখা হয়েছিল।
মাঝে মাঝেই এমন পরিস্থিতির জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ইফতিখার হোসেন বলেন, তাঁরা সব সময় সচেতনতা তৈরি করার কথা বলছেন। এই বিষয়ে মাইকিংসহ বিভিন্ন প্রচারণাও করা হচ্ছে। পুলিশ ও মেট্রোরেলের কর্মীরা এমন ঘটনায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, তাঁরা আশা করবেন মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবেন।
এ বিষয়ে ভিন্ন কথা বলেন মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে তা ঠিক হয় এবং আবার চলাচল শুরু করে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল সে ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিস্তারিত পরে জেনে বলা যাবে।
মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ডিশের তার পড়ায় এমন হয়েছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তেমন কিছু না।’
উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ ডিসেম্বর। আর গত বছর নভেম্বর ৫ তারিখ থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশও চালু করা হয়। ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল-সন্ধ্যা চলাচল করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলছে মেট্রোরেল।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে