নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীপক্ষে আইনজীবী হিসেবে ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছে। আজ রোববার মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান শিশির মনিরকে নিযুক্তির বিষয়টি জানান।
পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী শিশির মনির ও বাদী নওশের আলী রোমান।
শিশির মনির বলেন, ‘ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা অভিযোগকারী চাইলে স্বাধীন আইনজীবী নিয়োগ করতে পারবেন। সাগর-রুনি মামলার যিনি অভিযোগকারী, তিনি আমাকে নিযুক্ত করেছেন। আমরা নিম্ন আদালতে দরখাস্ত দায়ের করব। যারা তদন্ত করছে, তাদের সঙ্গে বসব। এখন র্যাব তদন্ত করছে। আমাদের জানামতে, সবচেয়ে দক্ষ তদন্ত সংস্থা হচ্ছে পিবিআই। আমরা চাইব পিবিআই তদন্ত করুক।’
নওশের রোমান বলেন, ‘এত বছর তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। বিচার চাওয়াও মনে হচ্ছিল একটা লজ্জাজনক ব্যাপার। এখন নতুন সরকার এসেছে, নির্দলীয় সরকার। আগের সরকার মামলাটা ধামাচাপা দিয়েছিল। ওই সরকার যেহেতু নেই, আমরা মনে করছি কিছু হতে পারে। যতক্ষণ পর্যন্ত কিছু না হয়, ততক্ষণ পর্যন্ত আনন্দিত বা আশা করার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিন যোগাযোগ করত না। ৫ আগস্টের পর তদন্ত কর্মকর্তা কয়েক দিন এসেছে বাসায়। অগ্রগতি হওয়ার মতো আমাদের কিছু জানায়নি।’
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীপক্ষে আইনজীবী হিসেবে ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছে। আজ রোববার মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান শিশির মনিরকে নিযুক্তির বিষয়টি জানান।
পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী শিশির মনির ও বাদী নওশের আলী রোমান।
শিশির মনির বলেন, ‘ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা অভিযোগকারী চাইলে স্বাধীন আইনজীবী নিয়োগ করতে পারবেন। সাগর-রুনি মামলার যিনি অভিযোগকারী, তিনি আমাকে নিযুক্ত করেছেন। আমরা নিম্ন আদালতে দরখাস্ত দায়ের করব। যারা তদন্ত করছে, তাদের সঙ্গে বসব। এখন র্যাব তদন্ত করছে। আমাদের জানামতে, সবচেয়ে দক্ষ তদন্ত সংস্থা হচ্ছে পিবিআই। আমরা চাইব পিবিআই তদন্ত করুক।’
নওশের রোমান বলেন, ‘এত বছর তো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। বিচার চাওয়াও মনে হচ্ছিল একটা লজ্জাজনক ব্যাপার। এখন নতুন সরকার এসেছে, নির্দলীয় সরকার। আগের সরকার মামলাটা ধামাচাপা দিয়েছিল। ওই সরকার যেহেতু নেই, আমরা মনে করছি কিছু হতে পারে। যতক্ষণ পর্যন্ত কিছু না হয়, ততক্ষণ পর্যন্ত আনন্দিত বা আশা করার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিন যোগাযোগ করত না। ৫ আগস্টের পর তদন্ত কর্মকর্তা কয়েক দিন এসেছে বাসায়। অগ্রগতি হওয়ার মতো আমাদের কিছু জানায়নি।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
১ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
২ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৫ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৫ ঘণ্টা আগে