নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একের পর অপরাধ করে শেষমেশ পুলিশের কাছে কুপোকাত হয়েছেন ভিলেন মিশা সওদাগর—এমন ঘটনা সিনেমায় বহুবার দেখানো হয়েছে। বাস্তবেও এমন একটি ঘটনার দেখা পাওয়া গেল এবার। তবে তা প্রীতি ফুটবল ম্যাচে।
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে চলচ্চিত্রাঙ্গনের তারকা ও পুলিশ সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলকিপার মিশা সওদাগরকে দুবার পরাহত করে গোল দেয় পুলিশ। ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে হওয়া দুটো গোলই আসে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদের পা থেকে।
কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও চলচ্চিত্রাঙ্গনের তারকারা এসে পৌঁছান সাড়ে ৪টার পর। পৌনে ৫টার পর শুরু হয় ম্যাচ। দুই অর্ধ মিলিয়ে আধা ঘণ্টার মতো চলে ম্যাচটি।
ম্যাচ শেষে মিশা সওদাগর সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই কথা ছিল আমাদের হারতে হবে। দেশের মানুষের জন্য কাজ করছে পুলিশ, মাদকসহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করছে তারা। এ জন্য আমরা আজ তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছি।’
আর তেজগাঁও বিভাগের ডিসি শহীদুল্লাহ্ বললেন, ‘হার-জিত বড় কথা নয়, সম্প্রীতি ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।’
চলচ্চিত্রাঙ্গনের তারকাদের দলে ছিলেন ডিপজল, রুবেল, জায়েদ খান, আলেকজান্ডার বো, নিরব, সম্রাট, বিলাস, জয়, ইমন, সুব্রত, সানজুজন, বাপ্পী ও ওমর সানি। এ দলের অধিনায়কত্ব করেন মিশা সওদাগর।
অন্যদিকে পুলিশ দলে অধিনায়কত্ব করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এ দলে ছিলেন তেজগাঁও মোহাম্মদপুর ও হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তারা। ম্যাচ পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জালাল। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একের পর অপরাধ করে শেষমেশ পুলিশের কাছে কুপোকাত হয়েছেন ভিলেন মিশা সওদাগর—এমন ঘটনা সিনেমায় বহুবার দেখানো হয়েছে। বাস্তবেও এমন একটি ঘটনার দেখা পাওয়া গেল এবার। তবে তা প্রীতি ফুটবল ম্যাচে।
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে চলচ্চিত্রাঙ্গনের তারকা ও পুলিশ সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলকিপার মিশা সওদাগরকে দুবার পরাহত করে গোল দেয় পুলিশ। ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে হওয়া দুটো গোলই আসে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদের পা থেকে।
কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও চলচ্চিত্রাঙ্গনের তারকারা এসে পৌঁছান সাড়ে ৪টার পর। পৌনে ৫টার পর শুরু হয় ম্যাচ। দুই অর্ধ মিলিয়ে আধা ঘণ্টার মতো চলে ম্যাচটি।
ম্যাচ শেষে মিশা সওদাগর সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই কথা ছিল আমাদের হারতে হবে। দেশের মানুষের জন্য কাজ করছে পুলিশ, মাদকসহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করছে তারা। এ জন্য আমরা আজ তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছি।’
আর তেজগাঁও বিভাগের ডিসি শহীদুল্লাহ্ বললেন, ‘হার-জিত বড় কথা নয়, সম্প্রীতি ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।’
চলচ্চিত্রাঙ্গনের তারকাদের দলে ছিলেন ডিপজল, রুবেল, জায়েদ খান, আলেকজান্ডার বো, নিরব, সম্রাট, বিলাস, জয়, ইমন, সুব্রত, সানজুজন, বাপ্পী ও ওমর সানি। এ দলের অধিনায়কত্ব করেন মিশা সওদাগর।
অন্যদিকে পুলিশ দলে অধিনায়কত্ব করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এ দলে ছিলেন তেজগাঁও মোহাম্মদপুর ও হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তারা। ম্যাচ পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জালাল। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১১ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১৬ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে