নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একের পর অপরাধ করে শেষমেশ পুলিশের কাছে কুপোকাত হয়েছেন ভিলেন মিশা সওদাগর—এমন ঘটনা সিনেমায় বহুবার দেখানো হয়েছে। বাস্তবেও এমন একটি ঘটনার দেখা পাওয়া গেল এবার। তবে তা প্রীতি ফুটবল ম্যাচে।
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে চলচ্চিত্রাঙ্গনের তারকা ও পুলিশ সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলকিপার মিশা সওদাগরকে দুবার পরাহত করে গোল দেয় পুলিশ। ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে হওয়া দুটো গোলই আসে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদের পা থেকে।
কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও চলচ্চিত্রাঙ্গনের তারকারা এসে পৌঁছান সাড়ে ৪টার পর। পৌনে ৫টার পর শুরু হয় ম্যাচ। দুই অর্ধ মিলিয়ে আধা ঘণ্টার মতো চলে ম্যাচটি।
ম্যাচ শেষে মিশা সওদাগর সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই কথা ছিল আমাদের হারতে হবে। দেশের মানুষের জন্য কাজ করছে পুলিশ, মাদকসহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করছে তারা। এ জন্য আমরা আজ তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছি।’
আর তেজগাঁও বিভাগের ডিসি শহীদুল্লাহ্ বললেন, ‘হার-জিত বড় কথা নয়, সম্প্রীতি ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।’
চলচ্চিত্রাঙ্গনের তারকাদের দলে ছিলেন ডিপজল, রুবেল, জায়েদ খান, আলেকজান্ডার বো, নিরব, সম্রাট, বিলাস, জয়, ইমন, সুব্রত, সানজুজন, বাপ্পী ও ওমর সানি। এ দলের অধিনায়কত্ব করেন মিশা সওদাগর।
অন্যদিকে পুলিশ দলে অধিনায়কত্ব করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এ দলে ছিলেন তেজগাঁও মোহাম্মদপুর ও হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তারা। ম্যাচ পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জালাল। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একের পর অপরাধ করে শেষমেশ পুলিশের কাছে কুপোকাত হয়েছেন ভিলেন মিশা সওদাগর—এমন ঘটনা সিনেমায় বহুবার দেখানো হয়েছে। বাস্তবেও এমন একটি ঘটনার দেখা পাওয়া গেল এবার। তবে তা প্রীতি ফুটবল ম্যাচে।
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে চলচ্চিত্রাঙ্গনের তারকা ও পুলিশ সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলকিপার মিশা সওদাগরকে দুবার পরাহত করে গোল দেয় পুলিশ। ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে হওয়া দুটো গোলই আসে তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদের পা থেকে।
কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও চলচ্চিত্রাঙ্গনের তারকারা এসে পৌঁছান সাড়ে ৪টার পর। পৌনে ৫টার পর শুরু হয় ম্যাচ। দুই অর্ধ মিলিয়ে আধা ঘণ্টার মতো চলে ম্যাচটি।
ম্যাচ শেষে মিশা সওদাগর সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই কথা ছিল আমাদের হারতে হবে। দেশের মানুষের জন্য কাজ করছে পুলিশ, মাদকসহ সমাজের বিভিন্ন অপরাধ দমন করছে তারা। এ জন্য আমরা আজ তাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছি।’
আর তেজগাঁও বিভাগের ডিসি শহীদুল্লাহ্ বললেন, ‘হার-জিত বড় কথা নয়, সম্প্রীতি ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।’
চলচ্চিত্রাঙ্গনের তারকাদের দলে ছিলেন ডিপজল, রুবেল, জায়েদ খান, আলেকজান্ডার বো, নিরব, সম্রাট, বিলাস, জয়, ইমন, সুব্রত, সানজুজন, বাপ্পী ও ওমর সানি। এ দলের অধিনায়কত্ব করেন মিশা সওদাগর।
অন্যদিকে পুলিশ দলে অধিনায়কত্ব করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এ দলে ছিলেন তেজগাঁও মোহাম্মদপুর ও হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তারা। ম্যাচ পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জালাল। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে