নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মসুর আলমকে গ্রেপ্তার দেখানোর পর তিনদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন গ্রেপ্তার দেখানো ও পরে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখান।
গতকাল মঙ্গলবার এই আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম ওই আবেদনের ওপর শুনানির দিন আজ বুধবার ধার্য করেন। একইসঙ্গে দুইজনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আজ শুনানির সময় দুজনকেই আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্ত কর্মকর্তা ১০দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার নির্দেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় ও কাজী মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।
গত ৬ জানুয়ারি বিকালে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস-এ ৫ জানুয়ারি রাত ৯ টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়।
মামলায় আরও বলা হয়, আগুন দেওয়ার এই ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন আহত হন। যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবী ও মনসুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা নবী উল্লাহ ও মনসুর। অন্যান্যদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনে অগ্নিসংযোগ এর পরিকল্পনা করেন এই দুইজন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, তারা দুজনই ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
রিমান্ড আবেদনে বলা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আর যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার ও এই ঘটনার মূল পরিকল্পনাকারীকে এবং আর কারা কারা জড়িত তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মসুর আলমকে গ্রেপ্তার দেখানোর পর তিনদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন গ্রেপ্তার দেখানো ও পরে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক ফেরদৌস আহমেদ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তার দেখান।
গতকাল মঙ্গলবার এই আবেদন করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম ওই আবেদনের ওপর শুনানির দিন আজ বুধবার ধার্য করেন। একইসঙ্গে দুইজনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আজ শুনানির সময় দুজনকেই আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়। পরে তদন্ত কর্মকর্তা ১০দিনের রিমান্ডের আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার নির্দেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
নবী উল্লাহ নবীকে যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় ও কাজী মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।
গত ৬ জানুয়ারি বিকালে ঢাকা রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস-এ ৫ জানুয়ারি রাত ৯ টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়।
মামলায় আরও বলা হয়, আগুন দেওয়ার এই ঘটনায় ঘটনাস্থলে চারজন মৃত্যুবরণ করেন এবং কয়েকজন আহত হন। যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকজন নিখোঁজ রয়েছেন।
নবী ও মনসুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতা নবী উল্লাহ ও মনসুর। অন্যান্যদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনে অগ্নিসংযোগ এর পরিকল্পনা করেন এই দুইজন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, তারা দুজনই ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
রিমান্ড আবেদনে বলা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় আর যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার ও এই ঘটনার মূল পরিকল্পনাকারীকে এবং আর কারা কারা জড়িত তা জানার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিও এখন ফসল ফলানোর ভূমি হয়ে ওঠেছ। আগে যেখানে ঘাস আগাছা জন্মাত বা কোন জায়গা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হতো, সেখানে এখন বস্তায় চাষ হচ্ছে আদা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ও পরামর্শে এ বছর উপজেলায় প্রায় সাত হাজার বস্তায় আদা রোপণ করা হয়েছে।
৬ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোন ভ্যাকসিন পাচ্ছেন না।
১৫ মিনিট আগেচিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনের স্বতন্ত্র নীতিমালা করার দাবি জানিয়েছে রিএজেন্ট ব্যবসায়ী সমিতি। রাজধানীর ইস্কাটনের একটি কনভেনশন সেন্টারে গতকাল বৃহস্পতিবার রাতে ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিসেশন অব বাংলাদেশের (ড্রেটাব) বার্ষিক সাধারণ সভায় এ দাবি জানানো হয়।
৩৮ মিনিট আগেচট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে