নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আদাবর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন মো. ইমন খান নামে এক এইচএসসি পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে জামিন দেন। আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঢাকার বিভিন্ন আদালত আরও দুইজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন বলে জানা গেছে। তাদের নাম জানা যায়নি।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ঢাকার আদালত থেকে আজ তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। তাদের জামিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় আইনজীবী নিয়োগ দেন বলেও তিনি জানান। তিনি আরও জানান, আজই তিনজন তাদের ঘরে ফিরবেন।
ঢাকার আদালত সূত্রে জানা গেছে, ইমন খান আদাবরের কমফোর্ট হাউসিং এলাকায় থাকেন। গত ২৩ জুলাই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদাবর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২৪ জুলাই আদালতে পাঠানো হয়। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ প্রতিবেদনে ইমন খানকে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুষ্কৃতকারীরা গত ১৯ জুলাই আদাবরের শিয়া মসজিদ মোড় সংলগ্ন মোহাম্মদপুর ও আদাবর ছাত্রলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাস্তার লাইট পোস্ট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে নাশকতার মামলা করা হয়।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে আদাবর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন মো. ইমন খান নামে এক এইচএসসি পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে জামিন দেন। আদালতের আদাবর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তবে ঢাকার বিভিন্ন আদালত আরও দুইজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন বলে জানা গেছে। তাদের নাম জানা যায়নি।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ঢাকার আদালত থেকে আজ তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। তাদের জামিনের জন্য শিক্ষা মন্ত্রণালয় আইনজীবী নিয়োগ দেন বলেও তিনি জানান। তিনি আরও জানান, আজই তিনজন তাদের ঘরে ফিরবেন।
ঢাকার আদালত সূত্রে জানা গেছে, ইমন খান আদাবরের কমফোর্ট হাউসিং এলাকায় থাকেন। গত ২৩ জুলাই অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদাবর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২৪ জুলাই আদালতে পাঠানো হয়। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ প্রতিবেদনে ইমন খানকে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুষ্কৃতকারীরা গত ১৯ জুলাই আদাবরের শিয়া মসজিদ মোড় সংলগ্ন মোহাম্মদপুর ও আদাবর ছাত্রলীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, রাস্তার লাইট পোস্ট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে নাশকতার মামলা করা হয়।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৪ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১১ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৭ মিনিট আগে