নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নব নিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান বলেছেন, অ্যাটর্নি জেনারেল কোনো দলের না, রাষ্ট্রের। আমার দায়িত্ব হলো এই রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার আসছে তারা এই রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে।
বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই মিথ্যা মামলা প্রত্যাহার করা উচিৎ। তবে এটি সরকারি সিদ্ধান্ত। যত অসাংবিধানিক, মানবাধিকার বিরোধী পদক্ষেপ আছে সবগুলোই সংস্কার হওয়া প্রয়োজন। সেটা না হলে ১৯৭১ সালের, ২০২৪ সালের মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
আজ প্রজ্ঞাপনের পর দায়িত্ব নিয়ে তার কার্যালয়ে নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এসব কথা বলেন। তিনি অ্যাটর্নি জেনারেলের চেয়ারে বসে শুরুতেই বলেন, বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যারা কয়েকদিনে শহীদ হয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমার চেষ্টা থাকবে প্রজাতন্ত্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে এই দেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অফিস যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে যারা জীবন দিয়েছিলেন, এই দেশের অধিকার প্রতিষ্ঠার জন্য ২০২৪ সালে এসে যাদেরকে জীবন দিতে হয়–আমরা প্রত্যাশা করবো আগামীর বাংলাদেশ হবে তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য। অ্যাটর্নি জেনারেল অফিস সেই লক্ষে যাতে কাজ করতে পারে।
নতুন অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন যেভাবে পালিত হয়, ১৯৬৯ এর যেমন বিশেষ দিন আছে, ১৯৭১ সালের যেমন স্বাধীনতা ও বিজয় দিবস আছে, ১৯৯০ এর যেমন গণ অভ্যুথান দিবস আছে–বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের এই মুক্তিযুদ্ধ দিবস আশাকরি সরকার পালন করবেন। যাতে করে তাদের অবদান চির অম্লান হয়ে থাকে।
নব নিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান বলেছেন, অ্যাটর্নি জেনারেল কোনো দলের না, রাষ্ট্রের। আমার দায়িত্ব হলো এই রাষ্ট্রের জনগণের পক্ষে অবস্থান নেওয়া। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সরকার আসছে তারা এই রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে।
বিএনপি নেতা–কর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই মিথ্যা মামলা প্রত্যাহার করা উচিৎ। তবে এটি সরকারি সিদ্ধান্ত। যত অসাংবিধানিক, মানবাধিকার বিরোধী পদক্ষেপ আছে সবগুলোই সংস্কার হওয়া প্রয়োজন। সেটা না হলে ১৯৭১ সালের, ২০২৪ সালের মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
আজ প্রজ্ঞাপনের পর দায়িত্ব নিয়ে তার কার্যালয়ে নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এসব কথা বলেন। তিনি অ্যাটর্নি জেনারেলের চেয়ারে বসে শুরুতেই বলেন, বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যারা কয়েকদিনে শহীদ হয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমার চেষ্টা থাকবে প্রজাতন্ত্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে এই দেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অফিস যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে যারা জীবন দিয়েছিলেন, এই দেশের অধিকার প্রতিষ্ঠার জন্য ২০২৪ সালে এসে যাদেরকে জীবন দিতে হয়–আমরা প্রত্যাশা করবো আগামীর বাংলাদেশ হবে তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য। অ্যাটর্নি জেনারেল অফিস সেই লক্ষে যাতে কাজ করতে পারে।
নতুন অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন যেভাবে পালিত হয়, ১৯৬৯ এর যেমন বিশেষ দিন আছে, ১৯৭১ সালের যেমন স্বাধীনতা ও বিজয় দিবস আছে, ১৯৯০ এর যেমন গণ অভ্যুথান দিবস আছে–বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের এই মুক্তিযুদ্ধ দিবস আশাকরি সরকার পালন করবেন। যাতে করে তাদের অবদান চির অম্লান হয়ে থাকে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৬ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩১ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৬ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে