Ajker Patrika

‘মহাকালের তর্জনী’ বঙ্গবন্ধুকে নিয়ে একটি জরুরি দলিল: শিক্ষামন্ত্রী

ঢাবি প্রতিনিধি
‘মহাকালের তর্জনী’ বঙ্গবন্ধুকে নিয়ে একটি জরুরি দলিল: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘কামাল চৌধুরী সম্পাদিত ‘মহাকালের তর্জনী’ বইটিতে বঙ্গবন্ধুর পুরো জীবনকে সংক্ষেপে অসাধারণভাবে তুলে ধরার পাশাপাশি তার সঙ্গে আমাদের জাতিরাষ্ট্রের স্রষ্টা শেখ মুজিবকে নিয়ে কী করে কবিতা লেখা হলো, কবে থেকে লেখা হলো, কী সেই কবিতা, কবে প্রকাশিত হলো সকল কিছু যেভাবে উঠে এসেছে এটি সবার জন্য একটি জরুরি দলিল হিসেবে তৈরি হয়ে গেছে।’

এ নিয়ে অনেক রকমের অনেক ধোঁয়াশা ছিল অনেক জায়গায়, যেটি এই বইয়ের মধ্য দিয়ে দূর হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। 

আজ বুধবার বিকেল চারটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কামাল চৌধুরী সম্পাদিত ‘মহাকালের তর্জনী: বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত কবিতা’ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে ‘মহাকালের তর্জনী’ বই নিয়ে আলোচনা করেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মাসুদুজ্জামান ও কথা সাহিত্যিক আনিসুল হক। 

কবি মোহাম্মদ রফিকের একটা কবিতার লাইন ‘বাঙালি শুদ্ধতম পুরুষ শেখ মুজিবুর রহমান’-এর কথা উল্লেখ করে মুহম্মদ নূরুল হুদা বলেন, এই পঙ্‌ক্তিটি আমাদের বুক ও মুখের ভেতর আছে; সেই কথাটি মহাকালের তর্জনীতেও উল্লেখ আছে। কবিতার সর্বশেষ পঙ্‌ক্তি হলো শেখ মুজিবুর রহমান। কবিতাটি শুরু হয়েছে বাঘের চিত্র দিয়ে! বাংলাদেশে যদি কাউকে বাঘের চিত্র কাউকে দিতে হয় তিনি অবশ্যই শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে কাব্যের মাধ্যমে জানতে ‘মহাকালের তর্জনী’ সেরা সম্পদ বলে উল্লেখ করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

কবি কামাল চৌধুরী তাঁর সম্পাদিত বই সম্পর্কে বলেন, বইয়ে ১৫০ জন কবির কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ২৭ জন পশ্চিম বাংলার কবি রয়েছেন। কলকাতার কবি বনফুল থেকে শুরু করে ৯০ এর দশক পর্যন্ত কবিদের কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। বইয়ের ভূমিকা, কবি ও কবিদের পরিচিত, কবিতার প্রকাশকালসহ বইয়ে উল্লেখ করা তথ্যসূত্রর জন্য বইটি বঙ্গবন্ধুকে নিয়ে যেসব কবিতার বই সংকলন করা হয়েছে তার মধ্যে একটু ভিন্ন মাত্রা রয়েছে বলেও উল্লেখ করেন কামাল চৌধুরী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত