Ajker Patrika

এডিসি হারুন-কাণ্ডে কথা বলতে ডিএমপি সদর দপ্তরে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৯
এডিসি হারুন-কাণ্ডে কথা বলতে ডিএমপি সদর দপ্তরে ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনা নিয়ে কথা বলতে ডিএমপি সদর দপ্তরে এসেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 

আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে সাদ্দামকে ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করতে দেখা যায়। এর কিছু সময় পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও সেখানে পৌঁছান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের দুই নেতার সঙ্গে ডিএমপির কর্মকর্তারা কথা বলছিলেন।

ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা ডিএমপি কমিশনার গোলাম খন্দকার ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন।

গতকাল ছাত্রলীগ সভাপতি সাংবাদিকদের জানিয়েছিলেন, ডিএমপি কমিশনারের কাছে এ বিষয়ে তদন্তের অগ্রগতি ও অভিযুক্ত পুলিশের শাস্তি দাবি করবেন তিনি। 

গত শনিবার রাতে শাহবাগ থানায় দুই ছাত্রলীগ নেতাকে নিয়ে মারধর করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনার জেরে গতকাল রোববার হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে।

আরো পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত