নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় দায়ের করা পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো ও জামিনের আবেদন শুনানি অনুষ্ঠিত হবে আজ বুধবার। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, দুপুরের দিকে শুনানি হবে। আমীর খসরুকেও আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।
গত ১৪ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এই দিন ধার্য করেন। ওই দিন আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত শুনানির তারিখ ধার্য করেন।
গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে কেবল দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ জন্য অপর আট মামলায় গ্রেপ্তার দেখানোসহ আট মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং চারটি পল্টন মডেল থানায়।
এর আগে, পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৮ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
এই আট মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরাবর এর আগেও জামিন আবেদন করা হয়। কিন্তু মামলাগুলোতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন না করায় জামিন আবেদন ফেরত দেওয়া হয়। পরে আমীর খসরুর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত বৃহস্পতিবারে হাইকোর্ট আমীর খসর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন নিম্ন আদালতকে।
রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় দায়ের করা পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো ও জামিনের আবেদন শুনানি অনুষ্ঠিত হবে আজ বুধবার। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, দুপুরের দিকে শুনানি হবে। আমীর খসরুকেও আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।
গত ১৪ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এই দিন ধার্য করেন। ওই দিন আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত শুনানির তারিখ ধার্য করেন।
গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে কেবল দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ জন্য অপর আট মামলায় গ্রেপ্তার দেখানোসহ আট মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে রমনা মডেল থানায় চারটি এবং চারটি পল্টন মডেল থানায়।
এর আগে, পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৮ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
এই আট মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরাবর এর আগেও জামিন আবেদন করা হয়। কিন্তু মামলাগুলোতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন না করায় জামিন আবেদন ফেরত দেওয়া হয়। পরে আমীর খসরুর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত বৃহস্পতিবারে হাইকোর্ট আমীর খসর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন নিম্ন আদালতকে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
২ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৩ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৫ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৬ মিনিট আগে