Ajker Patrika

জবিতে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু

জবি সংবাদদাতা 
জবিতে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জবি। আজ মঙ্গলবার উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এ সিদ্ধান্ত নেন।

কোষাধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার পদগুলো শূন্য। এখন শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, সশরীরে ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কোষাধ্যক্ষের পদে থেকে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে-উপাচার্যের শূন্য পদে নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে, ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন ট্রেজারার। আমি মনে করি, আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য। এসব সিদ্ধান্তে চ্যান্সেলর মহোদয়ও একমত হবেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার বলেন, ‘আমাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস নেওয়ার। আগামীকাল আমরা বিভাগে একটি মিটিং ডেকেছি, সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা থাকবেন। সে বৈঠকে কেন্দ্রীয়ভাবে নেওয়া সিদ্ধান্তটি উত্থাপন করব।’

গত ৮ আগস্ট সিদ্ধান্ত হয় ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত