নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। স্বাধীন বাংলাদেশে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালুর দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘সুপ্রিম কোর্ট দিবস’ উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৭ সালের ২৫ অক্টোবর। ওই সময় প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে উভয় বিভাগের বিচারপতিদের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে স্বাধীন বাংলাদেশের প্রণীত সংবিধান অনুযায়ী যেহেতু ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করেছিল, সেহেতু প্রতিবছর ওই দিনকে বাংলাদেশে ‘সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালন করা হবে। সেই থেকে ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১৯৭২ সালের ১৮ ডিসেম্বর ছিল সরকারি ছুটি। কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি ওই দিন ছুটি প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ‘দৈনিক কার্যতালিকা (কজ লিস্ট)’ প্রণয়ন করেন এবং ওই তারিখ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। ১৯৭২ সালের ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন সুপ্রিম কোর্ট অঙ্গনে। বঙ্গবন্ধু সেদিন তাঁর বক্তব্যে বলেছিলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই অনেক সংগ্রাম করেছি। এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সে জন্যই শাসনতন্ত্র এত তাড়াতাড়ি দিয়েছিলাম। সুপ্রিম কোর্ট দিবস পালন শুধু অনুষ্ঠান যেন না হয়। এই দিনের অঙ্গীকার যেন হয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা।’
এদিকে আজ বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বৃন্দ, অন্যান্য বিচারক, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।
আজ ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। স্বাধীন বাংলাদেশে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালুর দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘সুপ্রিম কোর্ট দিবস’ উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ২০১৭ সালের ২৫ অক্টোবর। ওই সময় প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে উভয় বিভাগের বিচারপতিদের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে স্বাধীন বাংলাদেশের প্রণীত সংবিধান অনুযায়ী যেহেতু ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করেছিল, সেহেতু প্রতিবছর ওই দিনকে বাংলাদেশে ‘সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালন করা হবে। সেই থেকে ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
১৯৭২ সালের ১৮ ডিসেম্বর ছিল সরকারি ছুটি। কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি ওই দিন ছুটি প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ‘দৈনিক কার্যতালিকা (কজ লিস্ট)’ প্রণয়ন করেন এবং ওই তারিখ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। ১৯৭২ সালের ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন সুপ্রিম কোর্ট অঙ্গনে। বঙ্গবন্ধু সেদিন তাঁর বক্তব্যে বলেছিলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্যই অনেক সংগ্রাম করেছি। এই আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য অনেক মানুষের রক্ত দিতে হয়েছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, সে জন্যই শাসনতন্ত্র এত তাড়াতাড়ি দিয়েছিলাম। সুপ্রিম কোর্ট দিবস পালন শুধু অনুষ্ঠান যেন না হয়। এই দিনের অঙ্গীকার যেন হয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা।’
এদিকে আজ বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি বৃন্দ, অন্যান্য বিচারক, বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
২ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৩ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
৩ ঘণ্টা আগে