Ajker Patrika

রাজধানীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২১: ০৩
রাজধানীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন রিমান্ডে

রাজধানীতে এক তরুণীকে চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় তিন আসামিকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ আজ শুক্রবার এই রিমান্ড মঞ্জুর করেন। 

আসামিরা হলেন—ওই তরুণীর প্রেমিক মনির হোসেন শুভ, তাঁর সহযোগী বিল্লাল ওরফে আল আমিন ও সুজন ওরফে সবুজ। 

এই মামলায় গ্রেপ্তার ডালিয়া আক্তার দিনা নামে এক নারীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে চার আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামিকে দুই দিনের রিমান্ড ও এক আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় তাঁর বাবা গতকাল বৃহস্পতিবার লালবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, মেয়ে আর স্ত্রীকে নিয়ে ওই তরুণীর বাবা হাজারীবাগের ঝাউচর এলাকায় বসবাস করেন। ছয় মাস আগে তাঁর মেয়ে ও শুভর মধ্যে প্রেমের সম্পর্ক হয়। শুভ তাঁকে বিয়ের প্রস্তাবও দেয়। প্রায় এক মাস আগে ওই তরুণী ও মাকে রেখে তাঁর বাবা গ্রামের বাড়ি পটুয়াখালী যান। ঘটনার চার দিন আগে ওই তরুণী গ্রামের বাড়ি যান। তখন শুভ ওই তরুণীকে বিয়ে করবে বলে ফোনে জানায় এবং তাঁকে ঢাকায় আসতে বলে। ভাড়া বাবদ ৬৫০ টাকাও পাঠায়। 

শুভর কথায় আশ্বস্ত হয়ে ওই তরুণী গত ১১ ফেব্রুয়ারি পটুয়াখালী থেকে রওনা হয়ে পরদিন ঢাকায় পৌঁছান। সেখান থেকে শুভ তাঁকে লালবাগ বেড়িবাঁধ এলাকায় আসামি দিনার বাসায় নিয়ে যায়। দিনার সহায়তায় শুভ ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর গত সোমবার শুভ ওই তরুণীকে বিল্লালের বাসা মুগদায় নিয়ে যায়। সেখানে শুভর উপস্থিতিতে বিল্লাল ও সুজন ওই তরুণীকে ধর্ষণ করে। এরপর গত বুধবার বিল্লাল ওই তরুণীকে রিকশায় করে টিএসসি এলাকায় নিয়ে আসে। সেখানে তাঁকে একা রেখে চলে যায় বিল্লাল। এরপর ওই তরুণীকে আরেকজন নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত