গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ ও মহানগর পুলিশ আরও ৮১ জনকে আটক করেছে। এর মধ্যে মহানগর এলাকা থেকে ৬৯ জন এবং জেলা থেকে ১২ জনকে আটক করা হয়। এ নিয়ে গাজীপুরে তিন দিনে আটক হলেন ২৪৬ জন।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ৮ থানায় আরও ৬৯ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অপরদিকে গাজীপুর জেলার ৫টি থানায় আরও ১২ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (সিটি-এসবি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাজীপুর মহানগর পুলিশ আটটি থানায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে নতুন করে ৬৯ জনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই অপরাধীদের আটক করা হচ্ছে। নতুন আরও ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের আটকে মারধর করা হয়। তাতে ১৫ জন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। তিনি মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের ভাতিজা।
গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ ও মহানগর পুলিশ আরও ৮১ জনকে আটক করেছে। এর মধ্যে মহানগর এলাকা থেকে ৬৯ জন এবং জেলা থেকে ১২ জনকে আটক করা হয়। এ নিয়ে গাজীপুরে তিন দিনে আটক হলেন ২৪৬ জন।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ৮ থানায় আরও ৬৯ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অপরদিকে গাজীপুর জেলার ৫টি থানায় আরও ১২ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (সিটি-এসবি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাজীপুর মহানগর পুলিশ আটটি থানায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে নতুন করে ৬৯ জনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই অপরাধীদের আটক করা হচ্ছে। নতুন আরও ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের আটকে মারধর করা হয়। তাতে ১৫ জন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। তিনি মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের ভাতিজা।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে