Ajker Patrika

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত আরও ৯৮ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত আরও ৯৮ জন 

রাজধানী ঢাকা ও বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই দুজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও বরিশাল বিভাগে আরেকজন। আর সারা দেশে আক্রান্ত হয়ে ৯৮ জন ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং ৯৮ জন রোগী নতুন ভর্তি হয়েছেন। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৭ জুলাইয়ের তথ্য অনুযায়ী ৫৩ জন মারা গেছেন। আর এ সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৯৬ জন। এসব রোগীর মধ্যে ৬৮ দশমিক ০৪ শতাংশ পুরুষ ও ৩১ দশমিক ০৬ শতাংশ নারী। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৫৩ জনের মধ্যে ৩৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৯ জন বরিশাল বিভাগে, চট্টগ্রাম সিটিতে একজন এবং সিটির বাইরে পাঁচজন। 

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৬৬ জন, এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক হাজার ২৬০ জন ও ঢাকা উত্তরে ৮৮৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত