Ajker Patrika

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত আরও ৯৮ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত আরও ৯৮ জন 

রাজধানী ঢাকা ও বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই দুজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও বরিশাল বিভাগে আরেকজন। আর সারা দেশে আক্রান্ত হয়ে ৯৮ জন ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং ৯৮ জন রোগী নতুন ভর্তি হয়েছেন। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৭ জুলাইয়ের তথ্য অনুযায়ী ৫৩ জন মারা গেছেন। আর এ সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৯৬ জন। এসব রোগীর মধ্যে ৬৮ দশমিক ০৪ শতাংশ পুরুষ ও ৩১ দশমিক ০৬ শতাংশ নারী। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৫৩ জনের মধ্যে ৩৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৯ জন বরিশাল বিভাগে, চট্টগ্রাম সিটিতে একজন এবং সিটির বাইরে পাঁচজন। 

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৬৬ জন, এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক হাজার ২৬০ জন ও ঢাকা উত্তরে ৮৮৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত