Ajker Patrika

সাভারে নীলা হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাভারে নীলা হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নীলার বাবা নারায়ণ রায়ের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বিচারক ফেরদৌস ওয়াহিদের বাবলার বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আগামী বছর ২০ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। 

এই মামলার আসামিগণ হলেন—মিজানুর রহমান চৌধুরী এবং তাঁর সহযোগী সেলিম পাহলান ও সাকিব হোসেন। এর আগে, ২০২১ সালের ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নির্মল কুমার দাস ১৩ জনকে সাক্ষী করে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করেন মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে কাছেই নিজের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যান মিজান। ওই দিন রাতেই নীলাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এই হত্যাকাণ্ডের পরদিন ২১ সেপ্টেম্বর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় মিজানুর রহমানকে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত