Ajker Patrika

যাত্রীর রেকটাম ও হাতব্যাগে কোটি টাকার স্বর্ণ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৫
যাত্রীর রেকটাম ও হাতব্যাগে কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার হোসেন নামের এক যাত্রীর রেকটাম ও হাত ব্যাগ থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে কাস্টমস হাউস সূত্র জানায়,  তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটে করে শনিবার রাতে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। পরে ওই যাত্রীকে তল্লাশি করে ১ কেজি ৫৮৪ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের মধ্যে ১ হাজর ১০ গ্রাম পেস্ট সদৃশ সোনা, ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার এবং ১১০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ছিল বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

জব্দকৃত স্বর্ণগুলো যাত্রীর রেকটাম ও ব্যাগে সুকৌশলে লুকানো ছিলএ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাইফেরত যাত্রী আনোয়ার হোসেনের কাছ থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৮৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ওই যাত্রীকেও আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণগুলো ওই যাত্রীর রেকটাম ও ব্যাগে সুকৌশলে লুকানো ছিল। 

এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা এবং কাস্টম আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত