Ajker Patrika

উত্তরায় হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৪৬
উত্তরায় হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি তোফায়েল হোসেন মোল্লাকে (৪০) ছুরি-চাপাতিসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উত্তরার ৫ নম্বর সেক্টরের ২/এ সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পরদিন বুধবার ওই বাড়ির তৃতীয় তলার আসামির শয়নকক্ষ থেকে ধারালো ছুরি ও চাপাতি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। 

গ্রেপ্তার হওয়া ওই আসামি হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ডুমুরিয়া মোল্লাবাড়ির মো. ইসমাইল মোল্লার ছেলে। 

এর আগে ২৫ আগস্ট উত্তরা পূর্ব থানায় বাদী হয়ে রেজাউল ইসলাম পিয়েল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ৭৪ নম্বর আসামি তোফায়েল মোল্লা। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় উত্তরা পূর্ব থানার হত্যা মামলার আসামি তোফায়েল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শোয়ার ঘরে অভিযান চালিয়ে বড় দুটি ধারালো ছুরি ও চাপাতি জব্দ করা হয়েছে। ছুরি-চাপাতি জব্দের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত