Ajker Patrika

জাপার সাবেক সাংসদ করিম ভরসাকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২০: ২২
জাপার সাবেক সাংসদ করিম ভরসাকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ

এক ছেলের জিম্মায় থাকা জাতীয় পার্টির সাবেক সাংসদ করিম উদ্দিন ভরসাকে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সাইফুল উদ্দিন ভরসাকে (যাঁর হেফাজতে রয়েছেন) আগামী ৬ মার্চ তাঁর বাবাকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর ৯ সন্তানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। 

একই সঙ্গে করিম উদ্দিন ভরসাকে বাকি ৯ সন্তানের (আবেদনকারী) যৌথ নিরাপদ হেফাজতে কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুর মহানগর পুলিশের কমিশনার, রংপুর কোতোয়ালি থানার ওসি, ছেলে সাইফুল উদ্দিন ভরসাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আফরোজা ফিরোজ মিতা, কামরুন মাহমুদ, সাবরিনা জেরিন ও এম আবদুল কাইয়ূম। 

আব্দুল কাইয়ূম বলেন, সাইফুল উদ্দিন ভরসা তাঁর বাবাকে নিজের জিম্মায় নিয়ে প্রায় বন্দী করে রেখেছেন। তিনি তাঁর অন্য ভাইবোনদের বাবার সঙ্গে সাক্ষাৎ করতে দিচ্ছেন না। এ জন্য করিম উদ্দিন ভরসার বাকি ৯ সন্তান বাবাকে হাইকোর্টে হাজির করতে হেবিয়াস কর্পাস রিট করেন। 

করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। এ ছাড়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত