নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এ বছর সেই কাজের সুফল না পেলেও আগামী বছরগুলোয় নগরবাসী তা পাবে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে টিকাটুলি পার্ক উদ্বোধন শেষে তিনি এমন দাবি করেন।
মেয়র তাপস বলেন, ভারী বৃষ্টি হলে তিন ঘণ্টা এবং স্বাভাবিক বৃষ্টি হলে এক ঘণ্টার মধ্যে জলজট নিরসনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। অবকাঠামো উন্নয়নের যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে তা শেষ হলেই নগরবাসী সম্পূর্ণ জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবে।
মতিঝিল এলাকার জলাবদ্ধতা প্রশ্নে মেয়র বলেন, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল, সে কাজটি ঠিকাদার সময়মতো শেষ করেনি। আমি দায়িত্ব পাওয়ার পরই কাজ সময়মতো শেষ না করায় ঠিকাদারকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শেষ করা হয়েছে। এ ছাড়া ফকিরাপুলের টয়েনবি সার্কুলার রোডে জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে। এগুলো শেষ হলে জলাবদ্ধতা থাকবে না বলে জানান তিনি।
লকডাউনে সরকারি বিধিনিষেধ মানাতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত থাকবেন। এ ছাড়া প্রজ্ঞাপন হাতে পেলে পরবর্তী করণীয় সিটি করপোরেশন নির্ধারণ করবে বলে জানান মেয়র।
মেয়র বলেন, টিকাটুলির এই মাঠে খেলার কোনো পরিবেশ ছিল না। এখন খেলার পরিবেশ তৈরি হয়েছে। আজ থেকে মাঠটি উন্মুক্ত করা হলো। এখন থেকে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। এভাবে নির্বাচনী ইশতেহার পূরণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তাপস বলেন, ‘আমাদের সন্তানদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করতে চাই।’
এর আগে মেয়র ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র এবং পরে ফকিরাপুলে জলাবদ্ধতা নিরসনের কাজ পরিদর্শন ও আজিমপুরের ২৩ নম্বর ওয়ার্ডে শিশুপার্কের উদ্বোধন করেন।
জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এ বছর সেই কাজের সুফল না পেলেও আগামী বছরগুলোয় নগরবাসী তা পাবে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে টিকাটুলি পার্ক উদ্বোধন শেষে তিনি এমন দাবি করেন।
মেয়র তাপস বলেন, ভারী বৃষ্টি হলে তিন ঘণ্টা এবং স্বাভাবিক বৃষ্টি হলে এক ঘণ্টার মধ্যে জলজট নিরসনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। অবকাঠামো উন্নয়নের যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে তা শেষ হলেই নগরবাসী সম্পূর্ণ জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবে।
মতিঝিল এলাকার জলাবদ্ধতা প্রশ্নে মেয়র বলেন, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল, সে কাজটি ঠিকাদার সময়মতো শেষ করেনি। আমি দায়িত্ব পাওয়ার পরই কাজ সময়মতো শেষ না করায় ঠিকাদারকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শেষ করা হয়েছে। এ ছাড়া ফকিরাপুলের টয়েনবি সার্কুলার রোডে জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে। এগুলো শেষ হলে জলাবদ্ধতা থাকবে না বলে জানান তিনি।
লকডাউনে সরকারি বিধিনিষেধ মানাতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত থাকবেন। এ ছাড়া প্রজ্ঞাপন হাতে পেলে পরবর্তী করণীয় সিটি করপোরেশন নির্ধারণ করবে বলে জানান মেয়র।
মেয়র বলেন, টিকাটুলির এই মাঠে খেলার কোনো পরিবেশ ছিল না। এখন খেলার পরিবেশ তৈরি হয়েছে। আজ থেকে মাঠটি উন্মুক্ত করা হলো। এখন থেকে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। এভাবে নির্বাচনী ইশতেহার পূরণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তাপস বলেন, ‘আমাদের সন্তানদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করতে চাই।’
এর আগে মেয়র ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র এবং পরে ফকিরাপুলে জলাবদ্ধতা নিরসনের কাজ পরিদর্শন ও আজিমপুরের ২৩ নম্বর ওয়ার্ডে শিশুপার্কের উদ্বোধন করেন।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১১ ঘণ্টা আগে