Ajker Patrika

দেশে নেই ট্রান্সজেন্ডার বান্ধব স্বাস্থ্যসেবা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে নেই ট্রান্সজেন্ডার বান্ধব স্বাস্থ্যসেবা 

দেশে ট্রান্সজেন্ডার বান্ধব স্বাস্থ্যসেবা না থাকায় স্বাস্থ্যসেবা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় এই গোষ্ঠীর মানুষদের। এই পরিস্থিতি উত্তরণে সরকারি-বেসরকারি সব পক্ষকে এগিয়ে আসতে হবে। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে সম্পর্কের নয়া সেতুর আয়োজনে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ বিষয়ক সংযোগসভা’য় আলোচকেরা এসব কথা বলেন। 

সংগঠনের সভাপতি জয়া সিকদার বলেন, ‘করোনাকালীন সবচেয়ে বেশি সংকটে পড়েছে হিজড়া জনগোষ্ঠীর মানুষেরা। তাঁরা নানা শারীরিক ও মানসিক সমস্যায় পড়লেও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছেন। হাসপাতালে গিয়েও চিকিৎসকদের সহযোগিতা পায়নি। হিজড়া রোগীকে পুরুষ সিটে ভর্তি করাবেন, নাকি নারী সিটে ভর্তি করাবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগেন।’ 

করোনা টিকা পেতেও ট্রান্সজেন্ডাররা অসুবিধার মুখোমুখি হয়েছেন জানিয়ে জয়া সিকদার বলেন, ‘জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেক হিজড়াই করোনা টিকা নিতে পারেননি। যারা টিকা পেয়েছেন, তাঁদের অনেকে টিকার সনদ পাননি। এ ছাড়া করোনায় তাঁদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম খাদ্য ও অর্থ সংকটে পড়েছে তাঁরা।’ 

সম্পর্কের নয়া সেতুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুটুল বলেন, ‘করোনাকালে হিজড়াদের জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। তাঁদের সম্পর্কের নয়া সেতুর পক্ষ থেকে খাদ্য সহায়তা, মানসিক সাপোর্ট আমরা দিয়েছি। ভবিষ্যতে এমন মহামারি আসলে আমরা যেন মোকাবিলা করতে পারি, এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

সংযোগ সভায় সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান বলেন, ‘সরকার সামাজিক কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। জনসংখ্যা বেশি হওয়ায় হয়তো সব সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না।’ 

অনুষ্ঠানে নারী পক্ষ, সচেতন হিজড়া অধিকার সংঘ, সুস্থ জীবন, পদ্মকুঁড়ি হিজড়া সংঘ, আলোকিত শিশু সহ বেশ কিছু সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত