Ajker Patrika

ইউপি নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৮: ০০
ইউপি নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা

শিবচর (মাদারীপুর) : মাদারীপুর জেলার শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে ৫টি ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আচরণবিধি ভঙ্গের অপরাধে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান উত্তর বহেরাতলা ইউনিয়নের নূর আলমকে ৫০ হাজার টাকা, দক্ষিণ বহেড়াতলা ইউনিয়নের হাসানউদ্দিনকে ১০ হাজার, বাঁশকান্দি ইউনিয়নের জাকির হোসেনকে ১০ হাজার, নিলখী ইউনিয়নের দিদার হোসেনকে ১০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান ভান্ডারীকান্দি ইউনিয়নের সজীব মিয়াকে আচরণবিধি ভঙ্গের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাকৃত সবাই বিভিন্ন প্রার্থীর সমর্থক। এঁরা নির্বাচনী আচরণবিধি না মেনে প্রচারণা ও মিছিল করছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, 'চারজন ম্যাজিস্ট্রেট এর মধ্যে একজনকে চারটি ইউনিয়ন ও বাকিদের তিনটি করে ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার দুপুর থেকে তাঁরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি না মানায় প্রার্থী ও সমর্থকদের সঙ্গে সঙ্গেই শাস্তিস্বরূপ জরিমানা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত দুজন ম্যাজিস্ট্রেট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত