Ajker Patrika

কেউ করছেন বাজার যাচাই, কারও কেনাকাটা প্রায় শেষ

  • শারারা, ঘারারা, গাউনে চোখ মেয়েদের
  • শুধু দরদাম করছে ক্রেতাদের বড় অংশ
  • এবারও বেশি আগ্রহ বিদেশি পোশাকে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯: ০২
ঈদের এখনো বাকি তিন সপ্তাহ। তবে জমে উঠেছে বেচাকেনা রাজধানীর বিপণিবিতানগুলোতে। দুই মেয়েকে নিয়ে নিউমার্কেটে আসা এ দম্পতি কেনাকাটা শেষে ফিরছেন ঘরে। গতকাল বিকেলে। ছবি: আজকের পত্রিকা
ঈদের এখনো বাকি তিন সপ্তাহ। তবে জমে উঠেছে বেচাকেনা রাজধানীর বিপণিবিতানগুলোতে। দুই মেয়েকে নিয়ে নিউমার্কেটে আসা এ দম্পতি কেনাকাটা শেষে ফিরছেন ঘরে। গতকাল বিকেলে। ছবি: আজকের পত্রিকা

‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’

গতকাল শনিবার দুপুরে রাজধানীর গাউছিয়া মার্কেটে ঈদের কেনাকাটায় আসা মা-মেয়ের কথোপকথন চলছিল এভাবেই। ঈদের এখনো বাকি তিন সপ্তাহ। রাজধানীর বিপণিবিতানগুলোতে জমতে শুরু করেছে ঈদের বেচাকেনা। এ সময় বাজারে আসা অনেক ক্রেতারই মনোভাব তাসলিমা আক্তারের মতো। বাজার ঘুরে আবার কিন্তু এমনও দেখা গেল, কারও কারও কেনাকাটা শেষের পথে!

আজকের পত্রিকাকে তাসলিমা আক্তার জানান, যাত্রাবাড়ী থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন তাঁরা। মেয়ের জন্য কিনবেন ঘারারা। কলেজপড়ুয়া ছেলের জন্য আফগান পাঞ্জাবি; শ্বশুর, শাশুড়ি, দেবরের জন্যও ঈদের পোশাক কিনবেন। শুধু স্বামী আর তাঁর নিজের জন্যই কেনা হবে না কিছু। সাধ আর সাধ্যের হিসাব মেলাতে কেনাকাটার তালিকা থেকে নিজেদের নাম দুটো বাদ দিয়েছেন এই দম্পতি। বাজেটের মধ্যে বাজার সারতে রমজানের শুরুর দিকেই মার্কেটে এসেছেন। যাতে কম ভিড়ে সময় নিয়ে আগে দেখেশুনে দাম যাচাই করা যায়।

শপিং মলে ক্রেতা আর বিক্রেতা—দুপক্ষই জানাল, কয়েক বছর ধরে ঈদের কেনাকাটার ধরন কিছুটা বদলেছে। রাস্তার যানজট, মার্কেটের ঠাসাঠাসি ভিড় এবং দরজির দোকানের বাড়তি মজুরি এড়াতে অনেকে কার্যত রমজান শুরু হতে না হতেই শেষ করছেন ঈদের কেনাকাটার মূল পর্ব।

নিউমার্কেটে ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়ি কিনতে আসা তাসনুভা ইয়াসমিন বলেন, ‘পরিবারের সবার জন্য শাড়ি, পাঞ্জাবি, শার্ট, থ্রিপিস আরও আগেই কেনা শেষ। টেইলারে আছে কিছু। ছোটখাটো কিছু জিনিস কেনা শুধু বাকি। সেগুলোও দু-এক দিনে শেষ করে ফেলব।’

চাঁদনী চকের আল্লাহর দান ফ্যাব্রিকসের কর্মী রায়হান মিয়া বলেন, ‘এখন ঈদের কেনাকাটা শুরু হয় শবে বরাতের পর থিকাই। থান কাপড় বা আনস্টিচ থ্রিপিস যাঁরা কেনেন, তাঁদের দরজির কাছে বানাইতে দিতে হয়। দেরি কইরা দিলে সেইখানে ঝামেলা লাইগা যায়। তাই যাগো টাকাপয়সার ঝামেলা নাই, তারা আগে আগে কেনা শেষ করে।’

বাজার ঘুরে দেখা গেল, বেচাকেনা নিয়ে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ক্রেতারা পোশাক দেখছেন বেশি, কিনছেন কম। দরদাম করে চলে যাচ্ছেন বেশির ভাগ লোক। চাঁদনী চকের থ্রিপিস বিক্রেতা মোল্লা হালিম বলেন, ‘আজকে ছুটির দিন। বেলা তিনটা বাজল, এখনো বউনি করতে পারলাম না। কাস্টমার দামদর কইরা চইলা যায়। কিনে না।’

নিউমার্কেট, গাউছিয়া ও চাঁদনী চকের ব্যবসায়ীরা জানান, বরাবরের মতো এবারও ভারতীয় ও পাকিস্তানি পোশাকের দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। এ জন্য বেশির ভাগ দোকানে ভারত ও পাকিস্তানের নাম করে বাংলাদেশে তৈরি পোশাকই বিক্রি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাউছিয়া মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশে এখন সব কোয়ালিটির জামাকাপড় পাওয়া যায়। আমরাই বিদেশে পোশাক তৈরি করে পাঠাই। কিন্তু ইন্ডিয়ান, পাকিস্তানি বললে কাস্টমার আগ্রহী হয়, তাই ওই সব বইলা বেচতে হয়।’

ব্যবসায়ীরা জানালেন, গত কয়েকটি ঈদের মতো এবারেও মেয়েদের পোশাকে শারারা, ঘারারা ও গাউনের চাহিদা বেশি। ঈদের সময় বেশ গরম থাকায় নরম, সুতির আরামদায়ক কাপড় কিনছেন ক্রেতারা। যাঁরা থান কাপড় কিনে পোশাক বানান, তাঁরা বেশি আগ্রহী অরগাঞ্জা, পাকিস্তানি সেহেলি কটন ও বারিশ থান কাপড়ে।

নকশা ও ধরনভেদে শারারা ও ঘারারা বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ২০ হাজার টাকায়। অরগাঞ্জা কাপড়ের গজ রাখা হচ্ছে ৪০০ থেকে ১৫০০ টাকা। বারিশ থান কাপড় ৩০০ থেকে ৪০০ টাকা আর পাকিস্তানি সেহেলি কটনের গজ ৩৫০-৫০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত