নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুর চোখ রাঙানি এখনো কমছে না। গত ২৪ ঘণ্টায়ও তিন শতাধিক রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫৪ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৪৫ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এদের মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং বাইরে ৫৮ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২৫৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৪ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। দুই দিন আগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন।
গত জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের। আগস্টে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন এবং মৃত্যু হয় ৩৪ জনের। আর চলতি সেপ্টেম্বরের ৯ দিনেই রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন। মারা গেছে আটজন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৪ জন, ঢাকা শিশু হাসপাতালের ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন, বিজিবি হাসপাতালে তিনজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনসহ মোট ১০০ জন সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হলেও তাঁদের চারটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কীটতত্ত্ব ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোন সম্ভাবনা নেই এ সময়ে মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা নিধনে কার্যক্রমকে জোরদার করতে হবে।
ডেঙ্গুর চোখ রাঙানি এখনো কমছে না। গত ২৪ ঘণ্টায়ও তিন শতাধিক রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৩ হাজার ৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৭০৮ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫৪ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৪৫ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে ১৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৭ জন। এদের মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং বাইরে ৫৮ জন। আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ২৫৬ জন। এদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং বাইরে ৪৪ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। দুই দিন আগে সর্বোচ্চ ৩৪৩ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন।
গত জুলাই মাসের ৩১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন এবং মৃত্যু হয়েছিল ১২ জনের। আগস্টে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন এবং মৃত্যু হয় ৩৪ জনের। আর চলতি সেপ্টেম্বরের ৯ দিনেই রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন। মারা গেছে আটজন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৪৪ জন, ঢাকা শিশু হাসপাতালের ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন, বিজিবি হাসপাতালে তিনজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই জনসহ মোট ১০০ জন সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৬টি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হলেও তাঁদের চারটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কীটতত্ত্ব ব্যক্তিরা জানিয়েছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোন সম্ভাবনা নেই এ সময়ে মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা নিধনে কার্যক্রমকে জোরদার করতে হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
৯ মিনিট আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগে