Ajker Patrika

ঢাকা ৭, ৯ ও ১৩ আসনে মনোনয়নপত্র বৈধ হলো যাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ৭, ৯ ও ১৩ আসনে মনোনয়নপত্র বৈধ হলো যাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭, ৯ ও ১৩ আসনে যাচাই বাছাই শেষে যথাক্রমে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম, সাবের হোসেন চৌধুরী এবং জাহাঙ্গীর কবির নানকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার দুপুর পর্যন্ত সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। 

আজ সকালে ঢাকা–৭ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী সেলিমপুত্র মো. সোলায়মান সেলিমের ছেলেকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

ঢাকার ২০টি আসনের মধ্যে ১৫টির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হচ্ছে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। 

এ আসনে বৈধ প্রার্থীর তালিকায় আরও রয়েছেন—জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলনসহ ছয়জন। এ ছাড়া জাসদ এর হাজি মো. ইদ্রিস বেপারি, মুক্তিজোটের নূরজাহান বেগমসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। 

ঢাকা–৯ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৮ জনকে বৈধ, ২ জনকে অবৈধ এবং ৩ জনকে স্থগিত করে দুই ঘণ্টার সময় দেওয়া হয়েছে। 

বাদ পড়া দুই প্রার্থী হলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) মো. সাদ ভূইয়া এবং তৃণমূল বিএনপির মোসা. রুবিনা আক্তার (রুবি)। 

সাদ ভূইয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকায়। আর রুবিনা আক্তারের প্রার্থিতা বাতিল হয়েছে আয়কর রিটার্ন দাখিল না করার কারণে। 

বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. মাহিদুল ইসলাম এবং মুক্তি জোটের মো. নুরুল হোসাইনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার জন্য দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে। 

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

ঢাকা–১৩ আসনের তিন প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম। এই আসনে আরও চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

ঢাকা–১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর কবির নানকসহ মোট চার প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। নির্বাচনে অংশ নিতে পারবেন এমন প্রার্থীর মধ্যে আরও রয়েছেন—জাতীয় পার্টির শফিকুল ইসলাম, সুপ্রিম পার্টির সৈয়দ সামাদ বাচ্চু, তরিকত ফেডারেশনের শরিফুল ইসলাম। 

বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন—গণফ্রন্টের সেকান্দার আলী, সাংস্কৃতিক জোটের সাহাবুদ্দিন, জাকের পার্টির হায়দার আলী। 

এ ছাড়া আরও চারজনের কাগজপত্রের অসংগতির কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত