নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭, ৯ ও ১৩ আসনে যাচাই বাছাই শেষে যথাক্রমে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম, সাবের হোসেন চৌধুরী এবং জাহাঙ্গীর কবির নানকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুর পর্যন্ত সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম।
আজ সকালে ঢাকা–৭ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী সেলিমপুত্র মো. সোলায়মান সেলিমের ছেলেকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
ঢাকার ২০টি আসনের মধ্যে ১৫টির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হচ্ছে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।
এ আসনে বৈধ প্রার্থীর তালিকায় আরও রয়েছেন—জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলনসহ ছয়জন। এ ছাড়া জাসদ এর হাজি মো. ইদ্রিস বেপারি, মুক্তিজোটের নূরজাহান বেগমসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
ঢাকা–৯ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৮ জনকে বৈধ, ২ জনকে অবৈধ এবং ৩ জনকে স্থগিত করে দুই ঘণ্টার সময় দেওয়া হয়েছে।
বাদ পড়া দুই প্রার্থী হলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) মো. সাদ ভূইয়া এবং তৃণমূল বিএনপির মোসা. রুবিনা আক্তার (রুবি)।
সাদ ভূইয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকায়। আর রুবিনা আক্তারের প্রার্থিতা বাতিল হয়েছে আয়কর রিটার্ন দাখিল না করার কারণে।
বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. মাহিদুল ইসলাম এবং মুক্তি জোটের মো. নুরুল হোসাইনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার জন্য দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী।
ঢাকা–১৩ আসনের তিন প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম। এই আসনে আরও চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঢাকা–১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর কবির নানকসহ মোট চার প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। নির্বাচনে অংশ নিতে পারবেন এমন প্রার্থীর মধ্যে আরও রয়েছেন—জাতীয় পার্টির শফিকুল ইসলাম, সুপ্রিম পার্টির সৈয়দ সামাদ বাচ্চু, তরিকত ফেডারেশনের শরিফুল ইসলাম।
বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন—গণফ্রন্টের সেকান্দার আলী, সাংস্কৃতিক জোটের সাহাবুদ্দিন, জাকের পার্টির হায়দার আলী।
এ ছাড়া আরও চারজনের কাগজপত্রের অসংগতির কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৭, ৯ ও ১৩ আসনে যাচাই বাছাই শেষে যথাক্রমে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম, সাবের হোসেন চৌধুরী এবং জাহাঙ্গীর কবির নানকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুর পর্যন্ত সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম।
আজ সকালে ঢাকা–৭ আসনের বর্তমান সংসদ সদস্য হাজী সেলিমপুত্র মো. সোলায়মান সেলিমের ছেলেকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
ঢাকার ২০টি আসনের মধ্যে ১৫টির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হচ্ছে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।
এ আসনে বৈধ প্রার্থীর তালিকায় আরও রয়েছেন—জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক, জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলনসহ ছয়জন। এ ছাড়া জাসদ এর হাজি মো. ইদ্রিস বেপারি, মুক্তিজোটের নূরজাহান বেগমসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
ঢাকা–৯ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৮ জনকে বৈধ, ২ জনকে অবৈধ এবং ৩ জনকে স্থগিত করে দুই ঘণ্টার সময় দেওয়া হয়েছে।
বাদ পড়া দুই প্রার্থী হলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) মো. সাদ ভূইয়া এবং তৃণমূল বিএনপির মোসা. রুবিনা আক্তার (রুবি)।
সাদ ভূইয়ার প্রার্থিতা বাতিল করা হয়েছে প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকায়। আর রুবিনা আক্তারের প্রার্থিতা বাতিল হয়েছে আয়কর রিটার্ন দাখিল না করার কারণে।
বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. মাহিদুল ইসলাম এবং মুক্তি জোটের মো. নুরুল হোসাইনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার জন্য দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী।
ঢাকা–১৩ আসনের তিন প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম। এই আসনে আরও চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঢাকা–১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর কবির নানকসহ মোট চার প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। নির্বাচনে অংশ নিতে পারবেন এমন প্রার্থীর মধ্যে আরও রয়েছেন—জাতীয় পার্টির শফিকুল ইসলাম, সুপ্রিম পার্টির সৈয়দ সামাদ বাচ্চু, তরিকত ফেডারেশনের শরিফুল ইসলাম।
বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন—গণফ্রন্টের সেকান্দার আলী, সাংস্কৃতিক জোটের সাহাবুদ্দিন, জাকের পার্টির হায়দার আলী।
এ ছাড়া আরও চারজনের কাগজপত্রের অসংগতির কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দা এন ইসলামিয়া একাডেমি কলেজের আয়া (পরিচারিকা) হোসনে আরাকে একই কলেজে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে সমালোচনা হলে ৬ মাস ধরে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন হোসনে আরা। এ ছাড়া গত ৫ আগস্টের পর হোসনে আরাসহ আরও ২২টি পদে নিয়োগ দিয়ে অধ্যক্ষ নজরুল ইসলাম কয়েক কোটি টাকার বাণিজ্য
১ ঘণ্টা আগেযান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ। গতকাল রোববার সকালে এই সড়ক আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, এর ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থল গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে মদনপুর সড়ক যোগাযোগ সহজ হবে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে একটি মশাল মিছিল হয়েছে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার থেকে এই মশাল মিছিলটি বের হয়। এতে প্রায় ৩০ জন ছাত্র-জনতা উপস্থিত ছিল।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রোববার বরিশাল থেকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
৩ ঘণ্টা আগে