সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ভুক্তভোগীরা একত্র হয়ে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এত কিছুর পরও পিয়ন মাহবুব আলম সুমন দিব্যি অফিস করছেন বলে জানা গেছে। উপজেলার সনমান্দী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্বর্ণা আক্তার ভুক্তভোগীদের পক্ষে অভিযোগপত্রে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রত্যেক দরিদ্র অসহায়কে নগদ দুই লাখ টাকা দেবেন, এর জন্য দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান ব্যাংকে সবাইকে ছয় হাজার টাকা করে জমা দিতে হবে। এভাবে প্রতারণার মাধ্যমে শতাধিক ব্যক্তির কাছ থেকে ছয় হাজার টাকা করে হাতিয়ে নেন মাহবুব।
টাকা নেওয়ার পর সবাইকে একটি করে এসএমএস দেন। তাতে লেখা হয়েছে, ‘আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যাংকে কারও নামে কোনো অ্যাকাউন্ট নেই। যে মোবাইল নম্বর থেকে মেসেজ দেওয়া হয়েছে, সেটাও ব্যাংকের কোনো ব্যক্তির নয়। এভাবে একটি ইউনিয়ন থেকেই তিনি হাতিয়ে নেন প্রায় ১০ লাখ টাকা।
এদিকে সব দপ্তরে তাঁর হাত রয়েছে, এমন প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকার সরকারি ঘর পাইয়ে দেবে বলে জনপ্রতি নিয়েছেন দেড় লাখ টাকা। দুধ দেওয়া গাভি দেওয়ার কথা বলে নিয়েছেন জনপ্রতি ৫০ হাজার টাকা। এ ছাড়া মাতৃত্বকালীন, বিধবা, বয়স্ক, খাদ্য ভাতার মতো নানাবিধ ভাতা দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন জনপ্রতি ২৫-৩০ হাজার টাকা। বিশ্বস্ততার জন্য কয়েকজনকে নিজের থেকেই দিয়েছেন কিছু নগদ অনুদান। আর এতেই তাঁর প্রতারণার ফাঁদে পড়ে ভুক্তভোগীরা খুইয়েছেন লাখ লাখ টাকা।
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ওই পিয়ন বদলি হওয়ার জন্য জোর তদবির চালাচ্ছেন। তিনি একটা প্রতারক। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ভাঙিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ভুক্তভোগীরা একত্র হয়ে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এত কিছুর পরও পিয়ন মাহবুব আলম সুমন দিব্যি অফিস করছেন বলে জানা গেছে। উপজেলার সনমান্দী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্বর্ণা আক্তার ভুক্তভোগীদের পক্ষে অভিযোগপত্রে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রত্যেক দরিদ্র অসহায়কে নগদ দুই লাখ টাকা দেবেন, এর জন্য দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান ব্যাংকে সবাইকে ছয় হাজার টাকা করে জমা দিতে হবে। এভাবে প্রতারণার মাধ্যমে শতাধিক ব্যক্তির কাছ থেকে ছয় হাজার টাকা করে হাতিয়ে নেন মাহবুব।
টাকা নেওয়ার পর সবাইকে একটি করে এসএমএস দেন। তাতে লেখা হয়েছে, ‘আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যাংকে কারও নামে কোনো অ্যাকাউন্ট নেই। যে মোবাইল নম্বর থেকে মেসেজ দেওয়া হয়েছে, সেটাও ব্যাংকের কোনো ব্যক্তির নয়। এভাবে একটি ইউনিয়ন থেকেই তিনি হাতিয়ে নেন প্রায় ১০ লাখ টাকা।
এদিকে সব দপ্তরে তাঁর হাত রয়েছে, এমন প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ টাকার সরকারি ঘর পাইয়ে দেবে বলে জনপ্রতি নিয়েছেন দেড় লাখ টাকা। দুধ দেওয়া গাভি দেওয়ার কথা বলে নিয়েছেন জনপ্রতি ৫০ হাজার টাকা। এ ছাড়া মাতৃত্বকালীন, বিধবা, বয়স্ক, খাদ্য ভাতার মতো নানাবিধ ভাতা দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন জনপ্রতি ২৫-৩০ হাজার টাকা। বিশ্বস্ততার জন্য কয়েকজনকে নিজের থেকেই দিয়েছেন কিছু নগদ অনুদান। আর এতেই তাঁর প্রতারণার ফাঁদে পড়ে ভুক্তভোগীরা খুইয়েছেন লাখ লাখ টাকা।
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ওই পিয়ন বদলি হওয়ার জন্য জোর তদবির চালাচ্ছেন। তিনি একটা প্রতারক। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১ ঘণ্টা আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে