Ajker Patrika

নরসিংদীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, নরসিংদী
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৩: ৫৫
নরসিংদীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৬৮। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষায় ২৭ জন এবং র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, রায়পুরায় ২ জন, শিবপুরে ৪ জন ও পলাশ উপজেলায় ৭ জন। নমুনা সংখ্যার বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৫ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৯৯ জন, শিবপুরে ৪০৯ জন, পলাশে ৭৩৭ জন, মনোহরদীতে ২৫৮ জন, বেলাবতে ২১৫ জন ও রায়পুরা উপজেলায় ২৫০ জন।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩২০। এর মধ্যে হাসপাতালে আইসোলেশনে আছেন ৩৪ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২৮৬ জন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ৫ জন, বেলাবতে ৭ জন, রায়পুরায় ৮ জন, মনোহরদী ৪ জন ও শিবপুরে ৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত