গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক যৌনকর্মীর (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সুজন খন্দকারের বাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই যৌনকর্মী সুজনের স্ত্রী ছিলেন বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, আজ ভোরের দিকে ধারালো অস্ত্র দিয়ে ওই যৌনকর্মীকে কোপান হয়। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারী। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
নিহতের মেয়ে আজকের পত্রিকাকে জানান, সুজন খন্দকারের ‘বাড়িওয়ালি’ হিসেবে তাঁর মা ওই বাড়িতে থাকতেন। গত রাতে অন্য একটি বাড়িতে ঘুমাতে যান তিনি (নিহতের মেয়ে)। সকাল ৮টার দিকে স্থানীয়রা তাঁকে জানায় তাঁর মাকে হত্যা করা হয়েছে। মায়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না বলে জানান তিনি।
যৌনপল্লির একাধিক যৌনকর্মী জানান, ঘটনার রাতেও ওই যৌনকর্মীর ঘরে গিয়েছিলেন বাড়িওয়ালা সুজন খন্দকার।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সকালে ওই যৌনকর্মীর শোয়ার ঘর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসতে দেখে স্থানীয়রা এগিয়ে আসে। ঘরে গিয়ে তাঁর গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক যৌনকর্মীর (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সুজন খন্দকারের বাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ওই যৌনকর্মী সুজনের স্ত্রী ছিলেন বলে জানান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, আজ ভোরের দিকে ধারালো অস্ত্র দিয়ে ওই যৌনকর্মীকে কোপান হয়। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে হত্যাকারী। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
নিহতের মেয়ে আজকের পত্রিকাকে জানান, সুজন খন্দকারের ‘বাড়িওয়ালি’ হিসেবে তাঁর মা ওই বাড়িতে থাকতেন। গত রাতে অন্য একটি বাড়িতে ঘুমাতে যান তিনি (নিহতের মেয়ে)। সকাল ৮টার দিকে স্থানীয়রা তাঁকে জানায় তাঁর মাকে হত্যা করা হয়েছে। মায়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না বলে জানান তিনি।
যৌনপল্লির একাধিক যৌনকর্মী জানান, ঘটনার রাতেও ওই যৌনকর্মীর ঘরে গিয়েছিলেন বাড়িওয়ালা সুজন খন্দকার।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, সকালে ওই যৌনকর্মীর শোয়ার ঘর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসতে দেখে স্থানীয়রা এগিয়ে আসে। ঘরে গিয়ে তাঁর গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৪ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১১ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৭ মিনিট আগে