Ajker Patrika

ভৈরবে ইঞ্জিনের ধাক্কায় লাইনচ্যুত বগি, তদন্ত কমিটি গঠন 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভৈরবে ইঞ্জিনের ধাক্কায় লাইনচ্যুত বগি, তদন্ত কমিটি গঠন 

কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিন চালকের নিয়ন্ত্রণ হারিয়ে এক বগি লাইনচ্যুত এবং আরও দুই বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রেনের বেশ কয়জন যাত্রী। আজ শুক্রবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ৩ নম্বর লাইনে এই দুর্ঘটনা ঘটে। 
 
এ ঘটনায় রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা ঢাকা-১ এর মো. সাজ্জাদুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে স্টেশন মাস্টার নুরুন্নবী জানান। 

আজকের পত্রিকাকে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে সকালে সাড়ে নয়টার দিকে পৌঁছায়। তখন চালকের পরিবর্তে এক সহকারী ইঞ্জিনটিকে ঘুরিয়ে আনছিলেন। কিন্তু গতি বেশি থাকায় ইঞ্জিন সজোরে বগিতে ধাক্কা দেয়। 

‘ফলে মুহূর্তেই একটি বগি লাইনচ্যুত ও দুই বগি ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েক জন যাত্রী আহত হয়। এ সময় বগি সংযুক্তকারী রেলওয়ে কর্মাচারী প্রাণে রক্ষা পায়। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।’

এগারোসিন্দুর এক্সপ্রেসের ক্ষতিগ্রস্ত বগি। ছবি: আজকের পত্রিকা নুরুন্নবী আরও জানান, ট্রেন দুর্ঘটনার ফলে বিভিন্ন গন্তব্যের হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তবে লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত ৩টি বগি উদ্ধার করতে কতক্ষণ সময় লাগবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। 

তবে দুর্ঘটনার পরও ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনচালক আব্দুস সাত্তার তাঁর সহযোগী সিদ্দিকুর রহমানকে ইঞ্জিন ঘোরানোর দায়িত্ব দিয়ে ২ নম্বর প্ল্যাটফর্মের একটি চায়ের দোকানে চা পান করতে যান। ওই অদক্ষ সহযোগীকে ইঞ্জিন চালাতে দেওয়াতেই এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগিতে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ছাড়া তিনটি বগির দরজা, জানালা, গ্লাস ও সিঁড়ি ভেঙে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত